পার্থর গ্রেফতারিতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন: শুভেন্দু

মন্ত্রী পার্থকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির তিনদিন পর মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা। এবার তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, দোষ প্রমাণিত হলে অভিযুক্তকে যেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
শুভেন্দু অধিকারীর কটাক্ষ, গত ৭২ ঘন্টা ধরে মুখ বন্ধ রেখেছিলেন। তিনি স্যোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তিনি বা তাঁর লোকেরা ফেসবুকে অথবা ট্যুইটারে পোস্ট করে। তিনি সাইলেন্ট ছিলেন। আজকে যেভাবে তিনি একদিকে পার্থ চট্টোপাধ্যায়দের ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন।

   

শুভেন্দু বলেন, এই প্রথমবার মুখ্যমন্ত্রী আতঙ্কিত। এবং তিনি ভয় পেয়েছেন। মনে হয়েছে মুখ্যমন্ত্রী নিজে এই দুর্নীতিতে এবং তাঁর কোম্পানির সকলেই বুঝে গেছেন আগামী দিনে মানুষের কাছে মাথা উঁচু করে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তিনি বারেবারে বোঝাতে চেয়েছেন এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়।

শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের যে কোনও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার সীমাবদ্ধতা মেপে দেখেন না। তিনি যেভাবে এ রাজ্যে হওয়া সবচেয়ে বড় দুর্নীতির ফাঁস সম্পর্কে সবচেয়ে বড় বক্তব্য রেখেছেন, যেভাবে তিনি প্রধানমন্ত্রীর নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, যেভাবে তিনি বিচার ব্যবস্থা বিজেপি দ্বারা পরিচালিত বলেছেন, যেভাবে তিনি মিডিয়াকে আক্রমণ করেছেন, এমনকি মিডিয়ার ছবি প্রকাশ করবেন বলেছেন। তারপরে তিনি বলেছেন,কালি লাগিয়ে দিলে ধুয়ে নেওয়া সম্ভব। এই ধরনের কথা বলে মুখ্যমন্ত্রী এই ধরনের সম্মান প্রদান অনুষ্ঠানের গরিমাকে নষ্ট করেছেন।

শুভেন্দু বলেন, আমরা সবাই জানি ডেলোর বাংলোতে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। আমরা সবাই জানি মুখ্যমন্ত্রীর আঁকা ছবিগুলো সারদায় টাকায় কারা কিনেছে? মহিলা বলে দায় এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। এভাবে সত্য এবং দুর্নীতিকে আড়াল করা যায় না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন