মুখ্যমন্ত্রী দিনের পর দিন প্রশ্রয় দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন, অভিযোগ বিজেপি বিধায়কের

রাজ্যে অশান্তির অবস্থার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। তাঁর উদাসীনতার কারণেই এই অবস্থা হয়েছে। এমনই দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। শংকর ঘোষোর বক্তব্য,মুখ্যমন্ত্রী দিনের পর দিন…

মুখ্যমন্ত্রী দিনের পর দিন প্রশ্রয় দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন, অভিযোগ বিজেপি বিধায়কের

রাজ্যে অশান্তির অবস্থার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। তাঁর উদাসীনতার কারণেই এই অবস্থা হয়েছে। এমনই দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।

শংকর ঘোষোর বক্তব্য,মুখ্যমন্ত্রী দিনের পর দিন প্রশ্রয় দিয়ে আজকে এই ঘটনা ঘটিয়েছেন।আজ যে সারা বাংলায় আগুন লেগেছে তার জন্য উনিই দায়ী। আইন শৃঙ্খলা একেবারেই হাতের নাগালের বাইরে চলে গেছে।আর মুখ্যমন্ত্রীর পুলিশ তা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে।বাংলায় মানুষের কাজ নেই। মুখ্যমন্ত্রী মুসলিমদের তোল্লাই দিয়ে যাচ্ছেন। গোটা বাংলার অবস্থা ভয়াবহ আকার নিচ্ছে৷ মুখ্যমন্ত্রীর তাও নজর নেই কোনদিকেই। উনি যদি যোগ্য হতেন তবে পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ হত না।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে, মুখ্যমন্ত্রীর উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। তা তো উনি করছেনই না,উলটে মানুষকে বিভ্রান্ত করছেন।এইভাবে চললে পশ্চিমবাংলা আর পাকিস্তানের মধ্যে কোন পার্থক্য থাকবে না৷ এমনটাই দাবি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের।

Advertisements

হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নূপূর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সারা রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে। হাওড়া জেলার বিস্তীর্ণ অংশজুড়ে হিংসা ছড়িয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। জারি কার্ফু ঘটনায় সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি৷