আগামী ১৯ তারিখ দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন সমস্ত রাজনৈতিক দলের সাংসদ এবং বিধায়করা। বাংলাতেও চলছে চরম প্রস্তুতি। ইতিমধ্যেই উপস্থিত হয়েছে অবজারভার। শনিবার সন্ধ্যাতেই তাঁর সঙ্গে সাক্ষাত করেন বিজেপির চার প্রতিনিধি দল। সাক্ষাতের পর বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নন্দীগ্রামের বিধায়ক বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বুথে ফোন অথবা পেনের ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সেটা দেখার দায়িত্ব বিধানসভার নিরাপত্তারক্ষীদের। কিন্তু তাঁদের ওপর ভরসা রাখতে চান না বিরোধী দলনেতা। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, গত ৫-৬ বছরে বিধানসভায় যাদের বিধানসভা নিরাপত্তাকর্মী হিসাবে নিয়োগ করা হয়েছে, তাঁদের অনেককেই তৃণমূলে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দেখা গেছে।
এর পরেই শুভেন্দুর প্রশ্ন, তাঁদের সাহস হবে তৃণমূল কোম্পানির মালিক তো দূরের কথা। তৃণমূলের মন্ত্রী, বিধায়কদের মোবাইল চেয়ে নেওয়ার ক্ষমতা হবে না৷ তল্লাশি করা তো দূরের কথা। অবজারভার যেন বিষয়টি নিরপেক্ষভাবে দেখেন সেই আর্জি জানিয়েছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা৷ এমনকি এবিষয়ে পর্যবেক্ষকের কাছে সমস্ত তথ্য জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিধানসভায় নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে বিধানসভায় এগারো সালের পর যা নিয়োগ হয়েছে, তার একটা বড় অংশ বারুইপুরের। তাঁদের অনেকেরই মার্কশিট ও সার্টিফিকেট জাল। মাধ্যমিকের ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তাঁরা। যা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরই মধ্যে বিরোধী দলনেতার মন্তব্য ফের জল্পনা বাড়িয়েছে।