BJP: জেতা গেম পায়ে কুড়ুল মেরে হারিয়েছে KDSA টিম, দিলীপকে খুঁচিয়ে দেশ ছাড়লেন তথাগত

বঙ্গ বিজেপির (BJP) বিদায় ঘণ্টা বাজিয়েছে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও তার সাগরেদরা এমনই ইঙ্গিত দিয়ে দেশ ছেড়ে মার্কিন মুলুক গেলেন প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি…

Tathagata Roy criticized BJP leader Dilip Ghosh

বঙ্গ বিজেপির (BJP) বিদায় ঘণ্টা বাজিয়েছে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও তার সাগরেদরা এমনই ইঙ্গিত দিয়ে দেশ ছেড়ে মার্কিন মুলুক গেলেন প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়। তিনি দেশ ছাড়ার আগে বঙ্গ বিজেপি নেতাদের কাটা ঘায়ে নুন ছিটিয়ে গেছেন। তথাগত রায়ের (Tathagata Roy) টুইটে স্পষ্ট ইঙ্গিত বঙ্গ বিজেপি শেষের পথে।

Advertisements

পরপর উপনির্বাচনে পরাজয়ের পর বঙ্গ বিজেপিতে হুলুস্থুল পড়েছে। চলছে সাংগঠনিক পদত্যাগের হিড়িক। দলীয় নেতাদের মুন্ডপাত করছেন জেলার নেতারা। প্রবল হতাশা চলছে দলে স্বীকার করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।

   

এর মাঝে তথাগত রায় লিখেছেন, “KDSA টিম পশ্চিমবঙ্গে বিজেপির জেতা গেম হারিয়ে দিয়েছে,এবং সেই প্রক্রিয়ার মধ্যে কামিনী-কাঞ্চন আকণ্ঠ উপভোগ করেছে। আমার জীবনে এরকম রাজনৈতিকভাবে নিজের পায়ে কুড়ুল মারা আমি কখনো দেখিনি বা শুনিনি।এই কথাটা প্রকাশ্যে বলা প্রয়োজন ছিল কারণ তা না হলে এরা যেরকম চালাচ্ছিল তাই চালিয়ে যেত।”

দিলীপ ঘোষের অভিযোগ, তথাগত রায় তৃণমূলের থেকে সুবিধা নিয়েছেন। তাঁর মন্তব্যের পরে হাওয়া আরও গরম। দিলীপ ঘোষ বলেন, ‘ওঁর তো কোনও যোগ্যতা নেই। বিভিন্ন দলের থেকে সুবিধা নিয়েছেন। কিছু করে দেখাতে পারেননি। এমনকী, উনি তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন। আবার দল থেকেও সুবিধা নিয়েছেন। কিন্তু ফেরত দিয়েছেন শূন্য। এটা একটা বাতিক। যাঁর কোনও কাজ নেই, বাড়িতে বসে শুধু টুইট করেন।’

জানা যাচ্ছে বঙ্গ বিজেপিতে আরও ভাঙন আসবে। জেলায় জেলায় ক্ষোভ তুঙ্গে। দলটির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডিসিপ্লিন বার্তা দিতেই তার দিকেও আসছে কটাক্ষ বাণ। কার্যত অসহায় তিনি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও ক্ষোভ বাড়ছে। অভিযোগ, শুভেন্দু অধিকারী দলকে ডুবিয়ে দিতে চলেছেন।