রাত ৯ টা। শুক্রবার কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ অন্তর্দ্বন্দ্বে জেরবার ভোকাল টনিক দিতে বৈঠকে বসলেন তিনি৷ বিমানবন্দর থেকে সোজা চলে গেলেন বিজেপির সদর দফতরে৷ বঙ্গ সফরে এই প্রথমবার রাজ্য দফতরে গেলেন অমিত শাহ। বিরাট তোরজোর গেরুয়া শিবিরে৷ বিমানবন্দর থেকে সফরসঙ্গী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি দিল্লি সফরে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের কথা ছিল শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের৷ কিন্তু সেই বৈঠক বাতিল হয়৷ তাই কলকাতার ঝটিকা সফরের মাঝেই রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তিনি। হাজির থাকার কথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখের। সম্প্রতি একে অপরের বিরুদ্ধে মন্তব্য করে বিজেপির অন্দরে ফাটল ধরিয়েছেন দিলীপ-শুভেন্দু। সেই আবহে শাহের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা।
বিমানবন্দরে শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সংগঠন নিয়ে চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব। তাই দলীয় সংগঠনকে নতুন করে উজ্জীবিত করতে কী বার্তা দেবেন শাহ? তাকিয়ে রাজনৈতিক মহল৷
বৈঠকের পর সোজা চলে যাবেন রাজ্য বিজেপির সদর দফতরে। এরপর বাইপাসের ধারে একতি হোটেলে রাত্রিযাপন করবেন। শনিবার সকালে নবান্নের বৈঠকে যোগ দিতে উপস্থিত হবেন তিনি। দিনভর চলবে বৈঠক।
পূর্বাঞ্চলের পাঁচ রাজ্য, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম নিয়ে হবে এদিনের বৈঠক। শনিবারের বৈঠকে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শনিবারেই রাজারহাটের বিএসএফ ক্যাম্পে যেতে পারেন শাহ। সেখানে সেরে নিতে পারেন জরুরী আলোচনা। শনিবার রাতেই দিল্লি উড়ে যাবেন তিনি।