সাংসদের গাড়িতে বোমাবাজির ঘটনায় অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিজেপির

শনিবার রাতে হরিণঘাটায় রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। এদিকে সাংসদের ওপর আক্রমণের ঘটনায় বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি…

সাংসদের গাড়িতে বোমাবাজির ঘটনায় অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিজেপির

শনিবার রাতে হরিণঘাটায় রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। এদিকে সাংসদের ওপর আক্রমণের ঘটনায় বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

 

‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে ফেরার সময় তার গাড়িতে বোমা মারা হয় বলে অভিযোগ। এর পাশাপাশি আগেও বারাসাত এবং বেলঘড়িয়া তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ তোলে বিজেপি। ফলে বিজেপি শিবিরের তরফ থেকে দাবি করা হয়েছে, এ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করুক।

Advertisements

এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে অভিযোগ তুলেছে বঙ্গ গেরুয়া শিবির। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল জানিয়েছে, মিথ্যে অভিযোগ করছেন বিজেপি সাংসদ।