সপ্তাহে মাত্র ৩ দিন অফিসে গিয়েও মিলবে মোটা অংকের মাইনে, বড় ঘোষণা সংস্থার

নিজেদের কর্মীদের জন্য বড় ঘোষণা করল দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (টাটা কনসালটেন্সি সার্ভিসেস)। দেশব্যাপী লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা শুরু করেছিল তাবড়…

নিজেদের কর্মীদের জন্য বড় ঘোষণা করল দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (টাটা কনসালটেন্সি সার্ভিসেস)। দেশব্যাপী লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা শুরু করেছিল তাবড় তাবড় সংস্থাগুলি। কিন্তু অবস্থার উন্নতি হওয়ায় অধিকাংশ সংস্থাই তাদের কর্মীদের অফিসে ডাকতে শুরু করেছে। এবার একই পথে হাঁটল দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (টাটা কনসালটেন্সি সার্ভিসেস)। এই সংস্থাও তাদের কর্মীদের অফিসে ডাকতে শুরু করেছে। তবে রয়েছে কিছু শর্ত।

Advertisements

এক রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সব কর্মীকে একসঙ্গে অফিসে ডাকা হবে না। বর্তমানে সংস্থার শীর্ষস্তরের মাত্র ৫০ হাজার কর্মী অফিসে যাবেন। এই কর্মীদের সপ্তাহে মাত্র ৩ দিন অফিসে যেতে হবে। বাকি দু’দিন এই কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে টিসিএসের সিইও ও এমডি রাজেশ গোপীনাথন জানিয়েছেন, ‘চলতি বছরের এপ্রিল মাস থেকে সংস্থার সিনিয়র অ্যাসোসিয়েটরা অফিসে আসতে শুরু করবেন। অফিসে ডাকা কর্মীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে। চলতি বছরের মাঝামাঝি, অর্থাৎ জুন-জুলাইয়ের মধ্যে বেশিরভাগ কর্মী (৮০ শতাংশ) অফিস থেকে কাজ শুরু করে দেবেন।’

এমডি রাজেশ গোপীনাথন আরও জানিয়েছেন, চলতি ২০২২-২৩ অর্থবর্ষে টিসিএস তাদের কর্মীদের বেতন ৬-৮ শতাংশ বাড়াবে। গত বছরও নিজেদের কর্মীদের বেতন বাড়িয়েছিল সংস্থাটি।

উল্লেখ্য, গত আর্থিক বছরে কর্মী সংখ্যাও বাড়িয়েছে টিসিএস। ২০২১-২২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ৩৫,২০৯ জন নতুন কর্মী নিয়োগ করেছে সংস্থা। আমি আপনাকে বলতে চাই যে এটি এক ত্রৈমাসিকে কোনও সংস্থার দ্বারা সর্বাধিক সংখ্যক নিয়োগ করা হয়েছে। বর্তমানে টিসিএসের কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯২ হাজার ১৯৫ জনে।