Sunday, December 7, 2025
HomeUncategorizedBhutan: কে বলবে জাল মুদ্রা! বিশেষজ্ঞরা চমকে গেলেন, ভুটান থেকে এ রাজ্যে...

Bhutan: কে বলবে জাল মুদ্রা! বিশেষজ্ঞরা চমকে গেলেন, ভুটান থেকে এ রাজ্যে লেনদেন

- Advertisement -

জাল মুদ্রা সহ এক ব্যক্তিকে আটক করল ভুটান পুলিশ। ঘটনাটি ঘটেছে ভুটানের (Bhutan) ফুন্টশোলিংয়ে। ধৃত ব্যক্তির নাম রাজু। পুলিশি জেরার মুখে ধৃত জানিয়েছে, সে নেপালের একটি ক্যাসিনোতে চাকরি করত। সম্প্রতি ভুটানে সুপারির ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ে।

তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে প্রতিবেশি দেশের পুলিশ। ধৃত ব্যক্তি আরও জানিয়েছে, এখনো ভুটানে সিডির ব্যবসা জনপ্রিয়। ওই ব্যক্তি সিডির ব্যবসার আড়ালে এই নকল মুদ্রা পাচার করত। সে এই নকল মুদ্রার সেন্টার বানিয়েছিল ভুটানের সমস্ত সিডির দোকানে।

   

ভারত সীমান্তের ভুটানি শহর ফুন্টশোলিং। এই সীমান্ত শহরটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা জয়গাঁ লাগোয়া। ভুটান পুলিশ ফুন্টশোলিংয়ের বাসষ্ট্যান্ড থেকে জাল নোট ও মুদ্রা সহ ওই ব্যক্তিকে ধরেছে।

তদন্তে উঠে এসেছে ওই মুদ্রাগুলি একেবারেই আসল মুদ্রার মতো। মুদ্রা বিশেষজ্ঞ দেখে তবেই ওই মুদ্রাগুলি যে নকল তা সনাক্ত করা হয়েছে। পুলিশের সন্দেহ ওই ব্যক্তি আরো নানান দেশে মুদ্রা পাচারের ব্যাবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারীদের যোগাযোগ আছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular