সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রবল বিস্ফোরণের আশঙ্কা

ভারত ও চিনের মধ্যে থাকা ছোট্ট দেশ ভুটান। এই দেশের সেনাবাহিনী রাজার অধীন। দেশটির মূল সেনা কার্যালয়টি রাজধানী শহর থিম্পুর কাছে অবস্থিত। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ড। সেনা ঘাঁটিতে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

ভয়াবহ অগ্নিকাণ্ড। হু হু করে আগুন ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি এমনই যে আগুনের গ্রাসে পুরো সেনা ঘাঁটি। এই অগ্নিকাণ্ডের জেরে সেনা ঘাঁটিতে মজুত বিস্ফোরক ফেটে আরও বিপর্যয়ের আশঙ্কা। জনগন কোনওরকমে প্রাণ বাঁচিয়ে দূরবর্তী এলাকায় সরে গেছেন। এদিকে আগুন নিয়ন্ত্রণে না আসায় পুরো সেনা ঘাঁটি পুড়ে ছাই হয়ে যওয়ার সম্ভাবনা প্রবল। আগুনের গ্রাসে ভুটানের (Bhutan) সেনা সদর কার্যালয়।

থিম্পুর কাছে লুংটেনফু এলাকায় রাজকীয় ভুটান আর্মির সদর কার্যালয়টি (Royal Bhutan Army Head Quarter) ঘিরে আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছে। ভুটানের জাতীয় সংবাদ সংস্থা বিবিএস জানাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ। আগুন নেভাতে সবরকম চেষ্টা করা হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় সেনাবহিনীর সর্বাধিনায়ক রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক চিন্তিত। সেনাপতি জেনারেল বাটো শেরিং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সেনা কর্মীদের একসাথে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

   

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩.৪০ মিনিটে লুংটেনফু আর্মি ক্যাম্পে আগুন লাগে। পুলিশ ফায়ার ফাইটার, আর্মি কর্মী, ডেসুপ (কমলা যোদ্ধা) এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। জানা গেছে যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আশেপাশের ভবনের বাসিন্দারা সরিয়ে নিচ্ছেন। সেনা ঘাঁটিতে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

ভারত ও চিনের মধ্যে থাকা ছোট্ট দেশ ভুটান। এই দেশের সেনাবাহিনী রাজার অধীন। দেশটির মূল সেনা কার্যালয়টি রাজধানী শহর থিম্পুর কাছে অবস্থিত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন