Bangladesh: নাশকতার আশঙ্কায় কড়া নিরাপত্তা, বাংলাদেশে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

করোনা পরিস্থিতি কাটিয়ে বাংলাদেশে বরণ হচ্ছে বৈশাখের প্রথম দিন-পহেলা বৈশাখ ১৪২৯ সাল। রবীন্দ্রসঙ্গীত ও মঙ্গল শোভাযাত্রায় রাজধানী শহর ঢাকার রাজপথে মানুষের ঢল নেমেছে। বাংলা ১৪২৯…

করোনা পরিস্থিতি কাটিয়ে বাংলাদেশে বরণ হচ্ছে বৈশাখের প্রথম দিন-পহেলা বৈশাখ ১৪২৯ সাল। রবীন্দ্রসঙ্গীত ও মঙ্গল শোভাযাত্রায় রাজধানী শহর ঢাকার রাজপথে মানুষের ঢল নেমেছে।

বাংলা ১৪২৯ বরণ উপলক্ষ্যে বাংলাদেশ সরকার সবরকম নিরাপত্তা নিয়েছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ সতর্ক। ভিড়ের মধ্যে নাশকতার আশঙ্কা থাকলেও নজরদারি কড়াকড়ি। এর মাঝে রমজান চলায় দুপুরের মধ্যেই মঙ্গল শোভাযাত্রা শেষ করার নির্দেশ আছে।

   

বর্ষবরণের অন্যতম মুখোশ মিছিল। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ নিষিদ্ধ থাকছে। কড়া নজরদারি চলছে। সবাইকে নিয়ম মেনে অনুষ্ঠানে অংশ নিতে হবে। এমনই জানিয়েছে বাংলাদেশ পুলিশ ও ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী সহ সর্বত্র কড়া নিরাপত্তা।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় বিভেদমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাঙালি জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয়ে আসুন, বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না ধর্মে-ধর্মে কোনো বিভেদ।’ 

তিনি বলেন, ‘পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করি।’