Bangladesh: পাক সেনার গণহত্যার ‘কালরাত্রি’ স্মরণে বাংলাদেশ

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই হত্যাকাণ্ডে তিরিশ লক্ষ বাংলাদেশির মৃত্যু হয়।  রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর…

Bangladesh government recalling genocide and black night of 1971

short-samachar

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই হত্যাকাণ্ডে তিরিশ লক্ষ বাংলাদেশির মৃত্যু হয়।  রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাকিস্তান কেটে বাংলাদেশ (Bangladesh) তৈরি হয়েছিল।

   

বিভীষিকার সেই কালরাত্রি স্মরণ করা হলো বাংলাদেশে। একাত্তরের গণহত্যায় নিহতদের স্মরণে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য অন্ধকার হয়ে যায় পুরো বাংলাদেশ। পালিত হয় ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে বাংলাদেশের স্বাধীনতার দিকনির্দেশ করেন তিনি। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী নিধনযজ্ঞের প্রস্তুতি নেয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যা শুরু করেছিল পাক সেনা। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, রমনা কালীমন্দির সহ বিভিন্ন এলাকায় শুরু হয় গণহত্যা। এর শেষ হয় নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে। এরপর বিজয়ের স্বাদ অর্জন করে বাংলাদেশ।