Bangladesh: ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে জ্বলছে ঢাকার নিউমার্কেট, দফায় দফায় হামলা

পুরো ধ্বংসস্তুপ বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার অতি জনবহুল নিউ মার্কেট। সোমবার গভীর রাত থেকে চলতে থাকা সংঘর্ষ থামার লক্ষণ নেই। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় হামলা, গাড়ি ও দোকান বাজার ভাঙচুর চলেছে। বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। ঈদের আগে জমজমাট নিউ মার্কেট এখন জ্বলন্ত।

Bangladesh: ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে জ্বলছে ঢাকার নিউমার্কেট, দফায় দফায় হামলা

   

ঢাকা কলেজের পড়ুয়াদের সঙ্গে নিউ মার্কেট ব্যবসায়ীদের বচসার জেরে সোমবার রাত থেকে উত্তপ্ত পরিবেশ। জখম বহু। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে। জখম পড়ুয়া ও ব্যবসায়ীদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের পড়ুয়াদেক সংঘর্ষের ঘটনা গুলি করে নিয়ন্ত্রণ করা বুদ্ধির কাজ না। এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশকমিশনার মহম্মদ শফিকুল ইসলাম। ঘটনাটা জটিল অবস্থা ধারণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

ঈদের কেনাকাটা, থিকথিকে ভিড় সব থিতিয়ে গেছে ভয়াবহ সংঘর্ষে। সোমবার রাত থেকে চলা সংঘর্ষের জেরে মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার নিউমার্কেটের চেনা ছবি উধাও। একেবারে থমথমে পরিস্থিতি। চারিদিকে রাবার বুলেটের খোল পড়ে আছে। ধংসস্তুপ বিভিন্ন দোকান। জখম বহু। রক্তাক্ত অবস্থা জনবহুল এলাকাটি।

Bangladesh: ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে জ্বলছে ঢাকার নিউমার্কেট, দফায় দফায় হামলা

পুলিশ গুলি ছুড়েছে দাবি করে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ঢাকা কলেজের পড়ুয়াদের বড় অংশ ক্যাম্পাসের ভিতরে আছে। ক্যাম্পাসের উল্টো দিকে ব্যবসায়ীরা সশস্ত্র জমায়েত করেছে।

ঢাকা কলেজ ও নিউমার্কেটের মধ্যবর্তী সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়েছে রেখেছে। পুরো রাস্তাজুড়ে ইটের টুকরা ও কাঁচ ভাঙা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ।

সংঘর্ষ থামাতে গিয়ে একাধিক পুলিশের সদস্য আহত হয়েছেন বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, পড়ুয়ারা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করে। নিরাপদ অবস্থানে থেকে তাদেরকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

Bangladesh: ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে জ্বলছে ঢাকার নিউমার্কেট, দফায় দফায় হামলা

ঢাকা কলেজের পড়ুয়াদের দাবি, দুই ছাত্র রাতে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যায় ঢাকা কলেজের একদল পড়ুয়া। এরপর সংঘর্ষ শুরু হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন