Bangladesh: ফের ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, তীব্র আতঙ্ক

বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ফের পড়ুয়া ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার রাত থেকে ভয়াবহ পরিস্থিতি। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট চার্জ…

বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ফের পড়ুয়া ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার রাত থেকে ভয়াবহ পরিস্থিতি। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট চার্জ করে। রাত থেকে পরিস্থিতি রক্তাক্ত ও অগ্নিগর্ভ। ঢাকা কলেজের বহু ছাত্র জখম, বেশ কয়েকজন ব্যবসায়ী আহত।

Advertisements

সকাল থেকে আরও পরিস্থিতি খারাপ ঢাকার নিউমার্কেট এলাকায়। বচসার জেরে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

   

ঈদের কেনাকাটা, থিকথিকে ভিড় সব থিতিয়ে গেছে ভয়াবহ সংঘর্ষে। সোমবার রাত থেকে চলা সংঘর্ষের জেরে মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার নিউমার্কেটের চেনা ছবি উধাও। একেবারে থমথমে পরিস্থিতি। চারিদিকে রাবার বুলেটের খোল পড়ে আছে। ধংসস্তুপ বিভিন্ন দোকান। জখম বহু। রক্তাক্ত অবস্থা জনবহুল এলাকাটি।

সোমবার রাতে বসচার জেরে ঢাকা কলেজের পড়ুয়াদের সঙ্গে নিউমার্কেট ও আশেপাশের ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তাল ছিল এলাকা। পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছুড়েছে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস। সংঘর্ষে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশ আহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা।

পুলিশ গুলি ছুড়েছে দাবি করে ছাত্ররা তাদের ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ঢাকা কলেজের পড়ুয়াদের বড় অংশ ক্যাম্পাসের ভিতরে আছে। ক্যাম্পাসের উল্টো দিকে লাঠি, রড, স্ট্যাম্পসহ অবস্থান করছেন ব্যবসায়ীরা।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পড়ুয়া ও ব্যবসায়ীদের সংঘর্ষে আহত দুই ছাত্রের চিকিৎসা জরুরি বিভাগে চলছে। দুই ব্যবসায়ীর চিকিৎসাও একই হাসপাতালে হচ্ছে।

সংঘর্ষ থামাতে গিয়ে একাধিক পুলিশের সদস্য আহত হয়েছেন বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, পড়ুয়ারা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করে। নিরাপদ অবস্থানে থেকে তাদেরকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

ঢাকা কলেজের পড়ুয়াদের দাবি, দুই ছাত্র রাতে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যায় ঢাকা কলেজের একদল পড়ুয়া। এরপর সংঘর্ষ শুরু হয়।