Bangladesh: হু হু করে করোনা সংক্রমণে কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে

আগামী দুই সপ্তাহ বাংলাদেশের (Bangladesh) সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য জানান।  বাংলাদেশের…

আগামী দুই সপ্তাহ বাংলাদেশের (Bangladesh) সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

বাংলাদেশের স্বাস্থ্যমল্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন, প্রতিদিন আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। ১১ দফা দেবার পরেও সাধারণ মানুষেরা কেউ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না। স্কুলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী ২ সপ্তাহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

   

জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। এটা আশঙ্কাজনক। এমন অবস্থায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে আগামী দুই সপ্তাহ আমরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

করোনাভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন পাঁচ দফা নির্দেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বলা হয়েছে, বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশন সহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।

গত কয়েকদিন ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণও হঠাৎই বাড়তে শুরু করে। করোনা মহামারি শুরুর পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।