নিয়োগ দুর্নীতিতে জেল মুক্তি অয়ন শীলের

নিয়োগ দুর্নীতি (recruitment corruption) মামলায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর কলকাতা হাইকোর্ট থেকে জামিন (Bail) পেয়েছেন হুগলির ব্যবসায়ী অয়ন শীল (Ayon Sheel)। স্কুল ও পুর…

Sanatani meeting Kolkata

নিয়োগ দুর্নীতি (recruitment corruption) মামলায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর কলকাতা হাইকোর্ট থেকে জামিন (Bail) পেয়েছেন হুগলির ব্যবসায়ী অয়ন শীল (Ayon Sheel)। স্কুল ও পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই-এর হাতে গ্রেপ্তার হওয়া অয়ন শীল সম্প্রতি জামিন পেয়েছেন। এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। যদিও, এখনও সিবিআইয়ের দায়ের করা মামলায় তিনি জামিন পাননি, ফলে সংশোধনাগারে থাকতেই হবে তাঁকে।

নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের (Ayon Sheel) নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র স্ক্যানারে উঠে আসে। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি তাকে গ্রেপ্তার করে এবং তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। তদন্তকারীরা জানান, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি শুধু স্কুল নিয়োগ নয়, পুর নিয়োগ দুর্নীতির সম্পর্কিত নথি ও পাওয়ার কথা জানিয়েছে। এই তথ্য সামনে আসার পর তাঁর বিরুদ্ধে আরও তদন্ত চালানো হয়।

   

অয়ন শীলের (Ayon Sheel) জামিন মঞ্জুর হলেও, ইডি তাকে জামিন দেওয়ার বিপক্ষে অবস্থান নেয়। তবে, কলকাতা হাইকোর্টের বেঞ্চ তাঁকে জামিন প্রদান করেন। সিবিআই-এর মামলা এখনও আদালতে বিচারাধীন থাকায় অয়ন শীলের জামিনের জন্য তাঁকে সিবিআই আদালতে আবেদন করতে হবে।

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় ও কুন্তল ঘোষ। তবে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। জামিনের আবেদন এবং তদন্তের বিষয়টি এখনো উন্মুক্ত, এবং দেখতে হবে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে কি মামলার গতি পরিবর্তিত হয়। অয়ন শীলের জামিন মঞ্জুর হওয়ার পর এই মামলায় আর কী কী নতুন তথ্য সামনে আসবে, তা সময়ই বলবে।