ATK Mohun Bagan : পল পোগবার ভাই আসছেন মোহনবাগানে!

Paul Pogbas brother

দল বদলের বাজারে চমক দিতে পারে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে সবুজ মেরুন জার্সি পরে খেলতে পারেন পল পোগবার ভাই। তাঁর সঙ্গে চুক্তি চূড়ান্ত বলেই মনে করা হচ্ছে।

Advertisements

ফ্লোরেন্টিন পোগবা তারকা ফুটবলার পল পোগবার ভাই। খেলেন মূলত সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে। ৩১ বছর বয়সী ফ্লোরেন্টিন অতীতে খেলেছেন ফ্রান্সের অনুর্ধ্ব কুড়ি জাতীয় দলে। পরে গিনির জাতীয় দলে খেলেছেন বেশ কিছু ম্যাচ।

পল পোগবার মতো চোখ ধাঁধানো প্রোফাইল না হলেও ইতিমধ্যে তিনি খেলেছেন বেশ কিছু ক্লাবে। ফ্রান্স, তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। লিগ টু থেকে তিনি এটিকে মোহন বাগানে যোগ দিতে পারেন।

Advertisements

কিছু দিন আগেই নতুন এক বিদেশি ফুটবলারের সই সংবাদ দিয়েছিল এটিকে মোহন বাগান। অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার ব্র্যান্ডন হামিলকে দলে নিয়েছে বাগান। ইনিও রক্ষণভাগে খেলতে পারেন। সেই সঙ্গে মাঝমাঠে অবদান রাখতে দক্ষ। খেলা তৈরি করতে পারেন।