কোনো ম্যাচ নেই। তাও সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভিড়। ব্যাপারটা কী? আসলে কম বয়সী ছেলেদের মধ্যে থেকে প্রতিভা বাছাই করছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)।
তরুণ প্রতিভা তুলে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এটিকে মোহন বাগান। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে চলছে এই ট্রায়াল। জুনের ২০ তারিখে শুরু হয়েছে। চলবে ৩০ তারিখ পর্যন্ত। সোমবার ছিল প্রথম দিন। স্বাভাবিক ভাবে মানুষের মধ্যে আগ্রহ ছিল বেশি।
জুনের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত দেখে নেওয়া হবে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ছেলেদের। পরের একদিন বিশ্রাম। এরপর ২৩ তারিখ থেকে ২৬ তারিখ অনুর্ধ্ব ১৫ বছর বয়সীদের পালা। সবার শেষে অনূর্ধ্ব ১৩, জুনের ২৮ থেকে ৩০ তারিখ। সময় প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটায়।
তরুণদের মধ্যে খেলোয়াড়দের মধ্যে থেকে প্রতিভা চিনে নেওয়ার ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে এটিকে মোহন বাগানের হেড কোচকে। হুয়ান ফেরান্ড নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। এই কাজে তাঁকে সাহায্য করবেন সহকারীরা। সবুজ মেরুন ক্লাবের অভিনব এই প্রয়াসে প্রথম দিন খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে।