ATK Mohun Bagan: বাগানের এই ফুটবলারকে নিচ্ছে ইস্টবেঙ্গল? সত্যিটা জানুন

deepak-tangri

আরও একজন ফুটবলারকে নাকি ছেড়ে দিতে পারে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। আর সেদিকে তাকিয়ে ইস্টবেঙ্গল ক্লাব। সব ঠিক থাকলে আগামী মরসুমে লাল হলুদ জার্সি পরে দেখা যাবে এক তরুণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

Advertisements

সম্প্রতি দীপক টাংরির নাম ময়দানে ভেসে বেড়াচ্ছে। তাঁকে দলে নেওয়ার জন্য নাকি মুখিয়ে রয়েছে। দল বদলের বাজারে জল্পনার অভাব নেই। কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটা বোঝা দায়। দীপক টাংরির জল্পনাও তেমনই।

এটিকে মোহন বাগানের সঙ্গে দীপকের ১ বছরে চুক্তি শেষ হয়ে গেছে। পুনরায় চুক্তির নবীকরণ এখনো পর্যন্ত হয়নি বলেই খবর। এই সুযোগকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলের বড় অংকের প্রস্তাবের খবর দল বদলের বাজার গরম করার জন্য যথেষ্ট । এই ডিফেন্সিভ ভারতীয় মিডফিল্ডার আইএসএলের জার্নি স্টার্ট করেছিলেন দক্ষিণের দল চেন্নাই এফসিকে দিয়ে । কিন্তু সেখানে তিনি তেমন সাফল্য পাননি । এদিকে এটিকে মোহনবাগানে দীপক টাংরি অনেক পরিণত । মোহন বাগানের হয়ে দুটো গোল রয়েছে তার ।

Advertisements

এতো কিছুর পরেও দীপক সংক্রান্ত জল্পনা সত্যি নয় বলেই মনে করছেন ফুটবল মহলের একটা বড় অংশ। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবে তাঁকে দেখার সম্ভাবনা খুবই কম। আর এটিকে মোহন বাগানও হয়তো রিলিজ করবে না।