আগামী মরশুমের জন্য নতুন বিদেশি নিশ্চিত করেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। অস্ট্রেলিয়ার তারকা ডিফেন্ডারকে সই করিয়েছে বাগান। খুশি হয়েছে কোচ হুয়ান ফেরান্ডো।
এটিকে মোহন বাগানের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে হুয়ান এর মতামত। ব্র্যান্ডন হামিল সম্পর্কে তিনি বলেছেন, ” হামিক এমন একজন খেলোয়াড় যে খেলা তৈরি করতে পারে। চাপের মুহূর্তে রক্ষণে সাহায্য করতে পারবে ও। হামিলের অভিজ্ঞতা দলকে অনেকটা সাহায্য করবে।”
ব্র্যান্ডন হামিলের পেশাদার ফুটবল প্রোফাইল বেশ চোখে পড়ার মতো। ২০১৪ সালে জিতেছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিজেতা। জিতেছিলেন ওয়েস্টার্ন ওয়েন্দার্সের হয়ে এই প্রতিযোগিতায় সেরা হয়েছিল তাঁর দল।
অস্ট্রেলিয়ার সিডনির এই ফুটবলারের বয়স খুব বেশি নয়। ২৯ বছর। খেলেছেন অস্ট্রেলিয়ার বয়স ভিত্তিক বিভিন্ন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলেছেন।