বাগান অধিনায়ক প্রীতম কোটালের আবেগ ঘন টুইট পোস্ট

গত শনিবার আইএসএলের প্রথম লেগের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে হারালেও টাইটেলশিপে ফোকাস ধরে রাখতে মরিয়া ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো। কেননা, বাগানের পরের ম্যাচ…

Pratim Kotal

গত শনিবার আইএসএলের প্রথম লেগের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে হারালেও টাইটেলশিপে ফোকাস ধরে রাখতে মরিয়া ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো। কেননা, বাগানের পরের ম্যাচ ৬ নভেম্বর, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। তবে জয়ের এমন আবেগ ঘন মুহুর্তে বাগান অধিনায়ক প্রীতম কোটাল সবুজ মেরুন ভক্তদের যুবভারতী স্টেডিয়ামে এসে প্রিয় দলকে সমর্থন জানানোয় ধন্যবাদ জানাতে মোটেও ভোলেননি।

Advertisements

রবিবার প্রীতম কোটাল নিজের টুইটার হ্যান্ডেলে এই নিয়ে পোস্টের ক্যাপসনে লেখেন, “
গত রাতে ছেলেদের দারুণ দলীয় প্রচেষ্টা 💪⚽️..
🏟️ 🙏🏻💚❤️ আমাদের সমর্থন করার জন্য সংখ্যায় আসা সমস্ত ভক্তদের জন্য বিশেষ উল্লেখ
#জয়মোহনবাগান
#pk20 “তবে জয়ের এমন আবেগঘন মুহুর্তে ডার্বি ম্যাচ চলাকালীন এক ইস্টবেঙ্গল সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে মারা যান।
এমন শোকের ধাক্কাতে ওই প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহার পরিবারের পাশে দাঁড়াতে মোটেও ভুলে যাননি ATKমোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল।

বিজ্ঞাপন

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে প্রতীম কোটাল পোস্টে লিখেছেন, “লড়াইটা মাঠের ভিতরে ৯০ মিনিটের লড়াই, সব সময় এইটা আশা থাকে যেন যারা মাঠে আসে তারা যেন খেলাটাকে উপভোগ করে ও আনন্দ পায়। প্রিয় দলের পরাজয়ে, ডার্বি চলাকালীন স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ইস্টবেঙ্গল সমর্থক বাগুইআটির বাসিন্দা জয়শঙ্কর সাহা।”

প্রসঙ্গত,ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার শোকার্ত পরিবারের সঙ্গে রয়েছে। প্রয়াত সমর্থক জয়শঙ্কর সাহার মৃতদেহ যাতে পরিবার দ্রুত হাতে পায়,তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।