বুদ্ধং শরণং…একের পর এক সন্ন্যাসীকে খুন, রক্তাক্ত বৌদ্ধ মঠ

বৌদ্ধ ভিক্ষুদের দেহ এফোঁড় ওফোঁড় করে গুলি চলে গিয়েছে। সার সার দেহ পড়ে আছে। বৌদ্ধ মঠে আশ্রয় নেওয়া অন্তত ২৮ জনকে গুলি করে মারা হয়েছে।ভিক্ষুদের উপর নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতি। জানাচ্ছে বিবিসি।

বৌদ্ধ ভিক্ষুদের দেহ এফোঁড় ওফোঁড় করে গুলি চলে গিয়েছে। সার সার দেহ পড়ে আছে। গণহত্যা। গৌতম বুদ্ধের শ্মরণ নেওয়া ভিক্ষুদের উপর নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতি। জানাচ্ছে বিবিসি।

বিবিসির রিপোর্ট, মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে যেসব সশস্ত্র গোষ্ঠী তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় একটি বৌদ্ধ মঠে আশ্রয় নেওয়া অন্তত ২৮ জনকে গুলি করে মারা হয়েছে। সেনা সরকারের বিদ্রোহী একটি গোষ্ঠি কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স দাবি এমনই।  তাদের পোস্ট করা একটি ভিডিওতে কিছু মৃতদেহ দেখা যাচ্ছে। নিহতদের মধ্যে বেশ কিছু লোকের গায়ে বৌদ্ধ ভিক্ষুদের কমলা পোশাক রয়েছে।

   

ভিডিও বিশ্লেষণ করে বিবিসি জানাচ্ছে, এই গণহত্যার কেন্দ্র মায়ানমারের  শান প্রদেশের নাম নিন গ্রাম।এই এলাকা বর্মী সেনার বিরোধী গোষ্ঠির দখলে।অভিযোগ, শনিবার বিমান এবং কামান দিয়ে হামলার পর বর্মী সেনাবাহিনী গ্রামে প্রবেশ করে। সেই গ্রামের একটি মঠের মধ্যে লুকিয়ে থাকা সবাইকে খুন করে তারা।

বিবিসি জানাচ্ছে, দু’বছর আগে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানে মায়ানমারে আউং সান সুকির নেতৃত্বে জয়ী সরকারকে ক্ষমতাচ্যুত করে বর্মী সেনা। তারপর থেকে দেশটিতে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নামেন বর্মী জনতা। অভিযোগ, সেই আন্দোলন ঠেকাতে গণহত্যা চালাচ্ছে সেনাবাহিনী। বেশকিছু এলাকায় সেনাবহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে নেমেছে বিভিন্ন গোষ্ঠি। থাইল্যান্ডের সীমান্তের মধ্যবর্তী এই অঞ্চলে  মারাত্মক লড়াই চলছে দুপক্ষের। একইভাবে ভারত ও বাংলাদেশের সীমান্তেও বিদ্রোহীদের সাথে বর্মী সেনার সংঘর্ষ প্রবল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন