প্রায় বাড়িতে সকাল বা রাতের খাদ্যতালিয়াক আটার তৈরি রুটি থাকে। কিন্তু আপনি জানানকি এই বিশেষ খাদ্য আপনার ভাগ্যে বিরাট পরিবর্তন আনতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, আটা মাখার সময় যদি এক বিশেষ এই উপকরণ আপনি প্রতিদিন মেশান তাহলে অল্প সময়ের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন।
Advertisements
কি কি পরিবর্তন দেখতে পাবেন
রোজগার বাড়বে।
ব্যবসায় মিলবে বিশাল লাভ!
যাদের কাধে ঋণের বোঝা আছে তা দূর হবে।
আর্থিক অনটন মিটে গিয়ে আপনি বিশাল টাকার মুখ দেখবেন
চাকরিতে পদোন্নতি হবে
লটারি জেতার সম্ভাবনা
Advertisements
উপাচার:
জ্যোতিষশাস্ত্র মতে, আটা মাখার জলে মিশিয়ে নিতে হবে অল্প দুধ বা সামান্য হলুদ গুঁড়ো। প্রতিদিন যদি নিয়ম মেনে চলতে পারেন, তা হলে জীবনে কখনও টাকার অভাব হবে না!



