Pakistan: ইমরান খানকে খুনের ষড়যন্ত্রে পাকিস্তান সরগরম

খুনের ছক কষা হচ্ছে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। এমন গুঞ্জনে ইসলামাবাদ জুড়ে বাড়ানো হল নিরাপত্তা। Advertisements ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ইসলামাবাদের…

খুনের ছক কষা হচ্ছে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। এমন গুঞ্জনে ইসলামাবাদ জুড়ে বাড়ানো হল নিরাপত্তা।

Advertisements

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ইসলামাবাদের বানি গালায় ইমরান খানের বাড়িতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা আছে আগে থেকে।

   

একটি ভিডিও স্যোশাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করে ইমরান খান দাবি করেন, তাঁকে পাকিস্তান অথবা বিদেশে হত্যার ছক কষা হচ্ছে। যদি তাঁর কিছু হয়ে যায়, সেটা মানুষ অবশ্যই জানতে পারবে। তবে সেই অভিযোগ সত্যি হতে চলেছে।

অনাস্থা ভোটে সরকার পড়ে যাওয়ার পর ইমরান খান দেশজুড়ে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। তাঁর আহ্বানে একদফা ঘেরাও হয়েছে ইসলামাবাদ। তিনি আরও একবার পাক রাজধানী ঘেরাও করতে প্রস্তুতি নিচ্ছেন।