মন্ত্রী ট্রেন থেকে নেমে পালিয়ে যাচ্ছে এর থেকে খারাপ ঘটনা বাংলায় কেউ দেখেছে : অশোক ভট্টাচার্য

মন্ত্রী কই? কেন পালিয়েছে পরেশ? নিখোঁজ পরেশের সন্ধান চাই। এমনই নানাবিধ পোস্টার স্লোগানে মুখরিত রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাজিরা এড়িয়ে বেপাত্তা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ‘নিখোঁজ’ মন্ত্রীর খোঁজে পোস্টার নিয়ে বেরিয়েছে বাম ছাত্র সংগঠন। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোক কাজ করছে।

বাম আমলের পুর ও নগরোম্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, তৃণমূল ক্ষমতায় এসে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে। একজন মন্ত্রী ট্রেন থেকে নেমে পালিয়ে যাচ্ছে এর থেকে খারাপ ঘটনা বাংলায় কেউ দেখেছে কি? সারা বাংলার মানুষ দেখছে কী ঘটনা ঘটে চলেছে বাংলার মাটিতে। যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোকেরা কাজ করছে। এসব সম্ভব শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আমলেই।

   

সিপিআইএম নেতার মন্তব্য, গতকাল যে ঘটনা ঘটল বাংলার মানুষ হিসাবে ভাবতে লজ্জা করছে।গোটা বাংলার মানুষের কাছে এটা একটা নিন্দনীয় এবং লজ্জার ঘটনা।আমি চাই অবিলম্বে দোষীরা শাস্তি পাক।যাতে বাংলার মানুষ দেখে কিছুটা হলেও শান্তি পাবে।যোগ্যরা রাস্তায় বসে আন্দোলন করছে, আর অযোগ্যরা এখন মোটা মাইনের টাকা গুনছে।

উল্লেখ্য, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, প্রভাব খাটিয়ে নিয়োগ তালিকায় নাম না থাকলেও নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেন শিক্ষা প্রতিমন্ত্রী। সেই নির্দেশের সময় উত্তরবঙ্গে ছিলেন মন্ত্রী পরেশ। সেই রাতেই পদাতিক এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পদাতিক এক্সপ্রেস শিয়ালদহে পৌঁছনোর আগে বর্ধমানে নেমে উধাও হন শিক্ষা প্রতিমন্ত্রী।

সিবিআইয়ের হাজিরা এড়িয়ে আদালত অবমাননা করেছেন মন্ত্রী। সেই অভিযোগ ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে মামলাকারী। ফলে আরও জটিলতা বাড়তে চলেছে মন্ত্রীর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন