এটিকে মোহনবাগান’কে আইএসএল চ‍্যাম্পিয়ন করাতে চান আশিক কুরুনিয়ন

Ashique Kuruniyan
Ashique Kuruniyan

পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) যোগদান করেছেন আশিক কুরুনিয়ন (Ashique Kuruniyan)। বাংলার ঐতহ‍্যবাহী এই ক্লাবে সই করতে পেরে দারুণ আপ্লুত আশিক৷

তিনি বলেছেন, “জুনিয়র স্তরে ইউরোপে খেলেছি। কলকাতার প‍রিকাঠামো দেখলাম বেশ ভালো। প্রতিটি ফুটবলার কলকাতায় খেলার স্বপ্ন দেখে,এটিকে মোহনবাগান দেশের অন‍্যতম সেরা ক্লাব ।ফেরান্দোর মতো কোচ রয়েছে সেখানে,তার পরামর্শ নিশ্চিত ভাবে সমৃদ্ধ করবে আমাদের।”

   

এদিন আশিকের বক্তব্যে উঠে এসেছে কলকাতার প্রসঙ্গ। সদ‍্য দেশের হয়ে খেলতে নেমেছিলেন কলকাতার মাঠে। সেখানকার দর্শকদের উন্মাদনা ছিলো লক্ষ‍্য করার মতো।স্টেডিয়ামেও দেখেছিলেন। ক্লাবে যোগদান করার অন‍্যতম লক্ষ‍্য ক্লাব সমর্থক’দের মুখে হাসি ফোটানো। দলকে এএফসি কাপ, ডুরান্ড কাপ ও আইএসএলে চ্যাম্পিয়ন করাটাই লক্ষ‍্য তার।সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামার তর সইছে না মোহনবাগানে আগত নয়া ফুটবলারের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন