শুক্রবার সন্ধে বেলায় জাতীয় রাজনীতির নজর সাউথ অ্যাভিনিউয়ের দিকে। রাজধানীতে ‘মমতা দি’ (Mamata Banerjee) পা রাখতেই ছুটে গেলেন ভাই অরবিন্দ( Arvind Kejriwal)। সূত্রে খবর, মোদী বিরোধী রণনীতির পরবর্তী পর্ব রাষ্ট্রপতি নির্বাচপ্ন নিয়ে কথা দুই পক্ষের মধ্যে। সেইসঙ্গে আগামী দিনের রাজনীতিতে কী হবে বিরোধীদের পদক্ষেপ? তা নিয়েও হয়েছে আলোচনা।
দিল্লি থেকে জাতীয় রাজনীতির দিকে পা বাড়াতেই পাঞ্জাব দখল করতে পেরেছে আম আদমি পার্টি। সকলকে চমকে দিয়ে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে তাক লাগিয়ে দিয়েছে ভগবন্ত মানরা। বিধায়ক সংখ্যার পাশাপাশি রাজ্যসভাতেও সদস্য সংখ্যা বেড়েছে আম আদমি পার্টির।
কিন্তু শাসক শিবিরকে বিপাকে ফেলার অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী বেঞ্চ। জুলাই মাসের রাষ্ট্রপতি নির্বাচনই হতে পারে তাঁদের প্রধান অস্ত্র। বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিতে পারে বিরোধী জোট। তাই নিয়ে ৩০ মিনিয় আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। এমনটাই সূত্রে খবর। এছাড়াও আগামী দিনে কী হবে দলের রণনীতি? সেটা আগে থেকেই সেরে ফেলতে চাইছে বিরোধী শিবিরের তাবড় নেতারা।
উল্লেখ্য, ২০১৯ এর নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে একাধিক আলোচনা গড়িয়েছিল। এরপর যন্তরমন্তরে অরবিন্দ কেজরিওয়ালের আহ্বানে বিরোধী সভা উজ্জীবিত করেছিল বিরোধীদের। তারপর ব্রিগেডের মঞ্চে একঝাঁক রাজনৈতিক তারকা নিয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষমেশ বিরোধীদের কোনও পরিকল্পনাই ধোপে টেকেনি। তাই আগে থেকে স্ট্র্যাটেজি তৈরি করতে চাইছে বিরোধী পক্ষ।