এভারেস্টের (Mount Everest) দিন কি ফুরলো? বিশ্বশীর্ষের তকমা হারাতে পারে নেপালের সগরমাথা তথা মাউন্ট এভারেস্ট। এমনই দাবি করছেন ভূবিজ্ঞানীরা। তাঁদের হিসেবে এই দুনিয়াতেই রয়েছে এভারেস্টের থেকে উঁচু পর্বতশিখর। যার শুধু শিখরটাই ৩৮ কিলোমিটার দীর্ঘ!
কোথায় এই প্রকাণ্ড পর্বত? বিজ্ঞানীরা জানান, ভূগর্ভের কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে ওই পর্বতমালা অবস্থান করছে। মাউন্ট এভারেস্টের চেয়ে এর উচ্চতা অন্তত চার থেকে পাঁচ গুণ বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের জেরে তৈরি কম্পন তরঙ্গ বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণে মিলেছে হিমালয়ের থেকে সুবিশাল ওই পর্বতমালার অস্তিত্ব।
অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ এডওয়ার্ড গারনেরো জানান, অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে পাওয়া হাজার হাজার সেসমিক রেকর্ড বিশ্লেষণের সময় দেখা যায়, বিভিন্ন জায়গায় উপাদানগুলো এক এক রকম পুরু। কোথাও কয়েক কিলোমিটার, কোথাও অনেক বেশি। এটা যে পৃথিবীর গর্ভে থাকা একটা পর্বতমালা তখনই বুঝতে পারা যায়।
বিজ্ঞানীদের অনুমান, ভূগর্ভে টেকটনিক প্লেট গুরুমণ্ডলের ভেতরে ঢুকে গিয়েছিল। পরবর্তীকালে ওই প্লেট গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিস্তৃত হয়েছে।এর ফলে এই পর্বত গজিয়ে উঠেছে।