
বুধবারও সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর সেকথাই জানাতে সিবিআই দফতরে যাচ্ছেন তাঁর আইনজীবীরা বলে খবর।
Advertisements
মাঝ পথে অসুস্থ হওয়ার কারণে আজ সিবিআইয়ের মুখোমুখি হতে পারবেন না বলে চিঠি দিয়ে সিবিআইকে জানাতে চলেছেন তাঁর আইনজীবীরা।
এদিন নিজাম প্যালেসের বদলে এসএসকেএম হাসপাতাল যান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্র মারফত খবর, অনুব্রতর বুকে কিছু সমস্যা রয়েছে। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, উডবার্ন ব্লকের তিনতলায় রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং কেবিনে রয়েছেন অনুব্রত। তাঁর শারীরিক পরীক্ষা করাতে হবে বলে খবর।
এদিকে গরু পাচারকাণ্ডে আজই তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে সিবিআই-এর তরফ থেকে। বিশিষ্ট মহল দাবি করছে, সিবিআই দফতরে হাজিরা এড়ানোর নতুন কৌশল নিয়েছেন কেষ্ট।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements










