অনুব্রতকে আইনের আওতায় আনতে হবে: শুভেন্দু

Anubrata Mondal attacks suvendu

বিধানসভা নির্বাচনের পর যে সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি। ২৫ হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে। উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল (Anubrat Mandal), শতকত মোল্লাকে আইনের আওতায় আনতে হবে। সোমবার কলকাতায় বিজেপির মিছিলের পর কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Shuvendu Adhikari)।

Advertisements

তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তি উপলক্ষে পাল্টা কর্মসূচিতে নামে রাজ্য বিজেপি। ভোট পরবর্তী হিংসায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের পরিবারদের নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অবধি মিছিল করে বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২ হাজার এফআইআর হয়েছে। শিখ দাঙ্গার ১৫ বছর পর কংগ্রেস নেতার যদি জেল হয়। তাহলে ভোট সন্ত্রাসের অভিযোগে অভিযুক্তদের কেন জেল হবে না ?

Advertisements

বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। তার আগে কর্মীদের চাঙ্গা করতে নন্দীগ্রামের বিধায়কের মন্তব্য, বাংলায় আসছেন অমিত শাহ। বাংলাকে ভয়মুক্ত করবেন তিনি। ২১৩ টি আসনে জয়লাভ করেও শান্তি মেলেনি।

আগামী ১১ মে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বীরভূমের দেউচা পাঁচামির উদ্দেশ্যে রওনা দেবেন শুভেন্দু। সেখানে ভূমি উচ্ছেদের বিরুদ্ধে বিরাট মিছিলের পরিকল্পনা রয়েছে তাঁদের।