পাকিস্তানে তীব্রতর হচ্ছে চিন বিরোধী আন্দোলন, বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ

পাকিস্তানে মাথাচাড়া দিয়ে উঠছে চিন বিরোধী আন্দোলন। রাস্তায় নেমে প্রতিবাদী আন্দোলনে সামিল হচ্ছে হাজারো মানুষ। প্ল্যাকার্ড, পোস্টারে চিন বিরোধী স্বরে উত্তপ্ত ইসলামাবাদসহ একাধিক শহর। ওই…

Balochistan pakistan

পাকিস্তানে মাথাচাড়া দিয়ে উঠছে চিন বিরোধী আন্দোলন। রাস্তায় নেমে প্রতিবাদী আন্দোলনে সামিল হচ্ছে হাজারো মানুষ। প্ল্যাকার্ড, পোস্টারে চিন বিরোধী স্বরে উত্তপ্ত ইসলামাবাদসহ একাধিক শহর। ওই ঘটনায় প্রতিবাদীদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। যারজেরে মৃত্যু হয়েছে বহু আন্দোলনকারীর।

তফসিলি জাতি-উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজনে মান্যতা, সংরক্ষণ নিয়ে যুগান্তকারী সুপ্রিম নির্দেশ

   

চলতি সপ্তাহেই বালুচ ইয়াকজেহতি কমিটি বিওয়াইসি-র নেতৃত্বে হাজারো মানুষ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াদরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ দেখানোর জন্য জড়ো হতে শুরু করেন। রবিবার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বৃদ্ধি পায়। বিওয়াইসির নেতা মাহরাং বালুচের নেতৃত্বে বালুচিস্তানের বহু মানুষ রবিবার গ্বদরের উপান্তে জড়ো হয়েছিলেন। মূল উদ্দেশ্য, পাকিস্তানি পুলিশের হাতে আটক প্রতিবাদীদের মুক্তি এবং বালুচিস্তানের উপর দিয়ে যাওয়া চিন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি)-এর বিরোধিতা করা। পাশাপাশি গ্বদরে বালুচদের অবাধে প্রবেশের দাবি তুলেও রাস্তায় নামেন তাঁরা।

বালোচিদের চিন-পাক বিরোধী আন্দোলন

                              অধিকার রক্ষায় চিন-পাক বিরোধী আন্দোলনে বালোচিরা

ভারতীয় নাগরিকদের লেবাননে সতর্কতা অবলম্বনের পরামর্শ ভারতীয় দূতাবাসের, কী ঘটছে সেখানে?

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামে পুলিশ ও সেনাবাহিনী। বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। যারফলে একাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও আন্দোলনে যোগ দেওয়ায় বহু বালুচ নাগরিককে গ্রেফতার করেছে পাক নিরাপত্তা বাহিনী।

এই বালুচিস্তানের গোয়াদরে বিরাট বিনিয়োগ করেছে চিন। বেজিংয়ের চিন-পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসির আওতায় এখানে তৈরি হয়েছে বিরাট বন্দর ও শিল্পাঞ্চল। তবে সেখানে স্থানীয় বালোচদের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে বলে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ বালোচিদের। দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকারের জন্য লড়াই করে আসছে তাঁরা।

মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ১২ জনের মৃত্যু, চালু উদ্ধার অভিযান

গত দশ বছরে সেখানে চিনের বাড়বাড়ন্ত আরও অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে এই পাক জনজাতিকে। এছাড়া এই চিন নির্মিত গোয়াদর বন্দরেই পারমানবিক সাবমেরিন মোতায়েন করেছে চিন। যা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এর আগেও বালুচিস্তানের স্বাধীনতা নিয়ে সওয়াল তুলেছিল নয়াদিল্লি। কারণ পাকিস্তানের সর্ববৃহত্ প্রদেশ অসাংবিধানিকভাবে পাক সেনা দখল করেছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আওয়াজ তুলেছিল বালুচি নাগরিকেরা। তাই জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্বার্থেও বালুচিস্তান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর সেখানে চিন বিরোধী আন্দোলনের ব্যপকতা যত বাড়বে তা নয়াদিল্লির জন্য সুখকর। কিন্তু এখন নিজের ঘরেই পরম বন্ধুর বিরুদ্ধে অশন্তোষ চরম অস্বস্তিতে ফেলেছে ইসলামাবাদকে। এমনটাই মনে করে কূটনৈতিক মহল।