Amit Shah: বঙ্গ-বিজেপির গৃহযুদ্ধ থামাতে কলকাতা সফরে ‘রেফারি’ অমিত শাহ

Amit Shah

বঙ্গ বিজেপিতে মারাত্মক গৃহযুদ্ধ চলছে। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দুপক্ষ সাময়িক নীরব। এই নীরবতা কি বড় কিছুর ইঙ্গিত? সাময়িক সবকিছু ঠিক করার ছবি এসেছে দুপক্ষের হাসিমুখের। তবে পরিস্থিতি যে ঠিক হয়নি তা বিলক্ষণ জানেন বিজেপি নেতারা। এবার যুদ্ধে শান্তিজল দিতে নামছেন অমিত শাহ (Amit Shah)।

চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তার দিকে বিশেষ নজর কেন্দ্রের। সেই সংক্রান্ত বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতেই কলকাতায় ঢুকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে তিনি রাতেই বৈঠক করবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

   

শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ দমদম বিমানবন্দরে নেমে অমিত শাহ চলে যাবেন রাজ্য বিজেপির সদর দফতরে। সেখানেই হবে বিশেষ বৈঠক।

বিজেপি সূত্রে খবর, একাধিক কর্মসূচির মাঝেই রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা সারতে পারেন শাহ। মূলত বিজেপির ঘরোয়া কোন্দল নিয়েই দলের নেতাদের সাবধান করতে পারেন শাহ। যে সমস্ত কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য।

সম্প্রতি একে অপরের বিরুদ্ধে মন্তব্য করে বিজেপিতে ফাটল ধরিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলবনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, রাজ্যে দফতরে আসবেন অমিত শাহ। আমাদের সঙ্গে বৈঠক করবেন। নেতৃত্বের উচিত একে অপরের বিরুদ্ধে বক্তব্য থেকে বিরত থাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন