হামলা এখনও হয়নি। তবুও রয়ে গিয়েছে যুদ্ধের বাতাবরণ (Russia-Ukraine Crisis)। সজাগ কূটনৈতিক মহল। হুংকার দিয়ে রেখেছে আমেরিকা। ভারতের ভূমিকাও রয়েছে আতসকাচের তলায়।
মার্কিন যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে বলা হয়েছে যে ‘রাশিয়া-ইউক্রেন’ সংঘর্ষে ভারতের ভূমিকা ‘স্বাগত’। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির বক্তব্য, “আমরা অবশ্যই চাইছি উত্তেজনা প্রশমিত হোক। পরিস্থিতি স্বাভাবিক করানো জন্য যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। এবং আমরা এই বিষয়ে আমাদের মিত্র বা বন্ধু দেশগুলোর একাংশের সঙ্গে যোগাযোগ করছি। তবে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে কোনো কথা হয়ে থাকলে আমার তা জানা নেই।”
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পর আরও গরম হয় ওঠে পরিস্থিতি। তিনি জানিয়েছিলেন যে রাশিয়াকে ছেড়ে কথা বলবে না আমেরিকা। ইউক্রেনকে আক্রমণ করার জল্পনায় ইতিমধ্যে জল ঢেলেছে রাশিয়া। মস্কো হামলার সম্ভাবনার কথা অস্বীকার করেছে। এবং স্পষ্ট করেছে যে তাদের কোনো দেশে আক্রমণ করার অভিপ্রায় নেই।
স্পুটনিকের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রাশিয়া, ন্যাটো বাহিনী প্রস্তুত। একে অন্যের দিকে বন্দুক ছোঁড়ার জন্য তৈরি দুই পক্ষ। কূটনৈতিকভাবে এই বিষয়ে নীরবতা বজায় রাখার পথে গিয়েছে ভারত। ইউক্রেনের নাগরিকদের কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসে নিজেদের নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে রাজধানী দিল্লির তরফে।