বিরাট ভিক্টোরিয়া হ্রদের জলে ডুবল বিমান

আকাশ থেকে সোজা জলে! ততক্ষণে দু টুকরো হয়ে গেছে বিমানটি। যাত্রী সহ বিমান ভেঙে ভয়াবহ দুর্ঘটনা আফ্রিকায়। বিখ্যাত ভিক্টোরিয়া লেকে ডুবেছে সেই বিমান। (Air plane…

আকাশ থেকে সোজা জলে! ততক্ষণে দু টুকরো হয়ে গেছে বিমানটি। যাত্রী সহ বিমান ভেঙে ভয়াবহ দুর্ঘটনা আফ্রিকায়। বিখ্যাত ভিক্টোরিয়া লেকে ডুবেছে সেই বিমান। (Air plane crashed into Tanzania’s Lake Victoria on Sunday due to severe weather)

দুর্ঘটনাস্থল তানজানিয়ার লেক ভিক্টোরিয়া। বিশ্ববিখ্যাত এই হ্রদের উপরেই ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমানটি। তানজানিয়া সরকার জানাচ্ছে হ্রদের জলে নামানো হয়েছে ডুবুরি। চলছে উদ্ধার। ৫০ জন যাত্রী সহ বিমানটি ভেঙে পড়েছে।

   

ABC জানাচ্ছে, বিমানটি রাজধানী দার এস সালাম থেকে ছেড়েছিল। ঝড় ও ভারী বৃষ্টির কারণে রবিবার সকালে ভিক্টোরিয়া লেকের উপর বিধ্বস্ত হয়।

Advertisements

BBC জানাচ্ছে, বুকোবা বিমানবন্দরটি আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদের তীরে অবস্থিত। আর বিমানটি প্রেসিশন এয়ার সংস্থার। এটি তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News