মরশুম শুরুর তারিখ ঘোষণা ফেডারেশনের, দুই পর্বে হবে IWL

aiff-announce-iwl-2025-26-two-phase-format-date

ভারতীয় মহিলা ফুটবলে নতুন দিগন্ত খুলতে চলেছে আসন্ন ইন্ডিয়ান উইমেনস লিগ (IWL) ২০২৫-২৬ মরশুম দিয়ে। প্রথমবার মতো দুই পর্বে অনুষ্ঠিত হবে মহিলাদের শীর্ষ স্থানীয় ফুটবল টুর্নামেন্ট। সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) এবং অংশগ্রহণকারী আটটি ক্লাবের মধ্যে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দুই পর্বে সময়সূচি:

প্রথম পর্ব: ২০ ডিসেম্বর ২০২৫ – ৬ জানুয়ারি ২০২৬
দ্বিতীয় পর্ব: ২০ এপ্রিল – ১০ মে ২০২৬

দুই পর্বই দুটি কেন্দ্রীভূত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বের জন্য আলাদা ভেন্যু নির্ধারিত থাকবে।

   

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবগুলির অনুরোধে এই দুই-পর্বের ফরম্যাট চালু করা হয়েছে। এক্ষেত্রে খেলোয়াড়দের আন্তর্জাতিক ও জাতীয় দলের দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় মহিলা দলের একাধিক খেলোয়াড় বর্তমানে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও জাতীয় ক্যাম্পে ব্যস্ত রয়েছেন।

জাতীয় দলের প্রস্তুতি:

সিনিয়র মহিলা জাতীয় দল: ১৩ দিনের ক্যাম্প, ৩টি প্রীতি ম্যাচ

অনূর্ধ্ব-২০ মহিলা দল: ১২ দিনের ক্যাম্প, ২টি প্রীতি ম্যাচ

ফেডারেশন কর্মকর্তারা জানিয়েছেন, “এই সময়সূচি নির্ধারণের মূল লক্ষ্য হল ক্লাব ও জাতীয় দলের প্রস্তুতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতামূলক ধারাবাহিকতা বজায় রাখতেই এই উদ্যোগ।”

দুই পর্বে লিগ আয়োজনের ফলে দলগুলো আরও বেশি সময় পাবে নিজেদের প্রস্তুত করার জন্য। পাশাপাশি, দর্শক এবং সমর্থকদের কাছেও এই নতুন ফরম্যাটে বাড়বে উত্তেজনা ও আগ্রহ। আসন্ন মরশুমের সূচি ও ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা শীঘ্রই প্রকাশ করবে ফেডারেশন (AIFF)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article“রাঁধুনি হওয়া উচিৎ ছিল”! কাকে কটাক্ষ করলেন তেজপ্রতাপ?
Next articleতৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত একাধিক BLO
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।