Italy Crisis: ধনী দেশ ইতালিতে আর্থিক সংকট, গোতাবায়ার পরিণতি দেখে প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালিতে ঘনিয়ে এসেছে (Italy Crisis) আর্থিক সংকটের মেঘ। পরিস্থিতি সামাল দিতে পারবেন না তা স্বীকার করে নিয়ে আগেভাগেই পদত্যাগ করে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

করোনা সংকটে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়া ইতালিতে একটি জোট সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। সরকারের অন্যতম শরিক ফাইভ স্টার মুভমেন্ট।

   

রয়টার্সের খবর,ফাইভ স্টার দলের তরফে সরকারকে ২৩ বিলিয়ন ইউরো দিতে অস্বীকার করায় ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীর দেশটিতে সংকট শুরু হয়েছে।

এর পরেই প্রধানমন্ত্রী দ্রাঘি জানান, জোটের আস্থা আর নেই। পদত্যাগ পত্র পাঠালাম প্রেসিডেন্টের কাছে। তবে ইতালির প্রেসিডেন্ট সেই পদত্যাগ গ্রহণ করেননি।

বিবিসির খবর, শ্রীলংকার ভয়াবহ আর্থিক সংকটের জেরে গণবিক্ষোভ, প্রেসিডেন্ট ভবন দখল, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের পালানোর মুহূর্তগুলি বহু রাষ্ট্রপ্রধানদের বিচলিত করেছে। অনেকেই চিন্তিত। শ্রীলংকার পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে যেভাবে এক দেশ থেকে অন্য দেশে ঘুরছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন