BJP: ত্রিপুরায় ফের আসছে মানিক জমানা

শনিবার সকলকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। শুরুতে সকলের কাছে কারণ অজানা থাকলেও পরে তা আন্দাজ করতে পেরেছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, কেন্দ্রিয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে দীর্ঘদিন ধরেই মতান্তর তৈরি হয়েছিল বিপ্লব দেবের। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

নতুন মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিমা ঘনিষ্ট মানিক সাহার নাম শোনা যাচ্ছে।

   

বিপ্লব দেব সম্পর্কে দিল্লির নেতাদের কানে একাধিক অভিযোগ তুলে ধরছিলেন বিজেপি সাংসদ। সেকারণেই নির্বাচনের এক বছর আগে থাকতেই বিপ্লব দেবকে দিল্লিতে ডেকে এই সিদ্ধান্ত নিলেন দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। শোনা যাচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা মানিক সাহা।
ইতিমধ্যেই শুরু হয়েছে পরিষদীয় দলের বৈঠক। সেখানে মানিক সাহার নাম ঘোষণা করা হতে পারে। দিল্লির নেতাদের নির্দেশে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সাধারণ সম্পাদক বিনোদ তাওদে ইতিমধ্যে পর্যবেক্ষক হিসাবে আগরতলায় পৌঁছেছেন।

এমনিতেই দলে বিপ্লব দেবকে নিয়ে আগেও বিস্তর অভিযোগ ছিল। তাঁর কর্মপদ্ধতি নিয়ে বারবার দিল্লির দরবারে নালিশ জানিয়েছিলেন সুদীপ রায় বর্মনরা। পরে অবশ্য বিজেপির শিবির ত্যাগ করেছেন তিনি।
একদিকে আলগা সংগঠন, অন্যদিকে ত্রিপুরায় তৃণমূল এবং তিপ্রা মোথার উত্থান । পাশাপাশি সুদীপ রায় বর্মনের বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ। তাই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল বিজেপির কেন্দ্রিয় নেতৃত্ব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন