Sony Music: রাশিয়ায় সমস্ত কাজ স্থগিত করল সোনি মিউজিক।

after-netflix-sony-music-bans-in-russia

নেটফ্লিক্স-এর পর এবার রাশিয়ায় নিজেদের সমস্ত কাজ স্থগিত করল লেবেল সোনি মিউজিক। ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের পর থেকেই কয়েক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। ( Sony Music ) বর্তমানে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। এমনকি বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

মিঠাই-সিডের সঙ্গে বাজিমাত করল উর্মি 

   

ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ঘোষণা করেছে যে মঙ্গলবার সে দেশে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনটি প্রধান লেবেল “ইউনিভার্সাল, সনি এবং ওয়ার্নার”-এর রাশিয়ায় স্থানীয় লেবেল এবং অপারেশন রয়েছে। এই তিন সংস্থাই ইউক্রেনের জন্য ত্রাণে দান করেছে। ( Sony Music ) তবে রাশিয়ায় কার্যক্রমের ব্যাপারে ‘ওয়ার্নার’ এখনও কোনও ঘোষণা করেনি। সূত্র মারফত জানা যাচ্ছে যে সংস্থার কর্মীরা অনির্ধারিত সময়ের জন্য তাঁদের বেতন পেতে থাকবে; শিল্পীদের পরিস্থিতি নিয়ে এখনও আলোচনা চলছে।

দীপিকা থেকে ক্যাটরিনা, সোনাম-বলি ব্রাইডদের তাকে ছাড়া চলে না: মুখোমুখি ডলি জৈন 

<

p style=”text-align: justify;”>দিন কয়েক আগে রাশিয়ায় নিজেদের পরিষেবা বন্ধ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স । ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের কারণে সে দেশে পরিষেবা স্থগিত করে নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, ‘যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে, আমরা রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন