INC: রাজ্যে একমাত্র যে পুরসভায় থাকবে ইন্দিরা গান্ধীর ছবি

পুরভোটের উপনির্বাচনগুলির ফলাফল বের হয়েছে। এই ফলাফলে এবার কংগ্রেসের (INC) হাসি চওড়া। কারণ, রাজ্যে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া কংগ্রেস (INC) দখলে গেল পুরুলিয়ার ঝালদা পুরবোর্ড।…

congress

পুরভোটের উপনির্বাচনগুলির ফলাফল বের হয়েছে। এই ফলাফলে এবার কংগ্রেসের (INC) হাসি চওড়া। কারণ, রাজ্যে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া কংগ্রেস (INC) দখলে গেল পুরুলিয়ার ঝালদা পুরবোর্ড। উপনির্বাচনের ফলাফলে এই পুরসভার তীব্র আলোচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস। তাদের হাতে বোর্ড।

ঝালদা পুরসভায় থাকবে না মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখানে থাকবে কংগ্রেস নেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি।

তাৎপর্যপূর্ণ, কংগ্রেস তার অন্যতম শক্তিশালী এলাকা মুর্শিদাবাদের বহরমপুর পুরবোর্ড থেকে সরে গেছে। তৃণমূল কংগ্রেস জয়ী হয়। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর নিজ এলাকায় হয়েছে কংগ্রেসের হার। দীর্ঘ কয়েক দশক বহরমপুরের পুরবোর্ড হাতছাড়া হলেও কংগ্রেসের দখলে এবার ঝালদা। এই পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়। তার জেরে তীব্র বিতর্কের মাঝে উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস।

রাজ্যে এখন ১২৮টি পুরসভার মধ্যে নদিয়ার তাহেরপুর পুরবোর্ড সিপিআইএমের। আর উপনির্বাচনের জয়ের সুবাদে পুরুলিয়ার ঝালদা পুরসভার ক্ষমতায় এলো কংগ্রেস। অর্থাৎ দুটি পুরবোর্ডে দুটি দল ক্ষমতায়। তৃণমূলের দখলে ১২৬টি। আর বিরোধী দল বিজেপি শূন্য।

এ রাজ্যে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিআইএম ও আইএসএফ মিলিত জোট সংযুক্ত মোর্চা লজ্জাজনক ফল করেছিল। এই জোটের একমাত্র একটি আসন আইএসএফের। কংগ্রেস ও সিপিআইএম বিধানসভায় শূন্য হয়ে গেছে। বিরোধী দল হয়েছে বিজেপি। কিন্তু বিধানসভা পরবর্তী সবকটি উপনির্বাচন, পুরনিগম ও পুরসভা ভোটে সিপিআইএম ফের ভোট পরিসংখ্যানে বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে থাকে। যদিও তারা শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতা থেকে সরে গেছে। কিন্তু কলকাতা, চন্দননগরে বিরোধী আসন, বিধাননগরে ভোট প্রাপ্তির হারে দ্বিতীয় হয়। পুরনিগম ভোটে আসানসোলও কমবেশি বিজেপির ঘাড়ে নি:শ্বাস ফেলেছে সিপিআইএম। এক্ষেত্রে কংগ্রেস তেমন শক্তি দেখাতে পারেনি।

তবে পুরসভা ভোটে নগর ও মফস্বল কেন্দ্রীক এলাকা থেকে অক্সিজেন পায় সিপিআইএম ও কংগ্রেস। বিজেপি আরও তলানিতে নেমে শূন্য হয়ে যায়। পুর উপনির্বাচনেও সেই ধারা থাকল