Salman Rushdie: প্রাণঘাতী হামলায় মারাত্মক জখম, ভেন্টিলেশনে রুশদি

খুনের লক্ষ্যেই হামলা হয়েছিল। তবে সফল হয়নি হামলাকারী। কিন্তু মর্মান্তিক হামলায় ঘাড়ে এবং তলপেটে মারাত্মক আঘাত পেয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক (Salman Rushdie) সলমন রুশদি। নিউইয়র্কের চৌতাকুয়া…

খুনের লক্ষ্যেই হামলা হয়েছিল। তবে সফল হয়নি হামলাকারী। কিন্তু মর্মান্তিক হামলায় ঘাড়ে এবং তলপেটে মারাত্মক আঘাত পেয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক (Salman Rushdie) সলমন রুশদি। নিউইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই রুশদির ওপর হামলা চলে। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। চোখ হারাতে পারেন তিনি৷

বিতর্কিত লেখকের  ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, হাতে খুব জোরে আঘাত পেয়েছেন রুশদি। তলপেটে একাধিকবার আঘাতের ফলে লিভারে বড় ক্ষতি পেতে চলেছেন৷ এমনকি এই হামলার কারণে চোখ হারাতে চলেছেন তিনি। ইমেইল মারফত সেই খবর জানানো হয়েছে৷

   

ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।প হাদি মাতার নামে ওই যুবক নিউ জার্সির বাসিন্দা বলে জানা গেছে। তবে কী কারণে হামলা করা হয়েছে তা এখনও জানা যায়নি৷

অনুষ্ঠান চলাকালীন হাদি মাতার স্টেজের ওপর উঠে পরপর ছুরিকাঘাত করে বলে অভিযোগ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে অভিযুক্তকে পাকড়াও করে দর্শকরাই৷

ভারতীয় বংশোদ্ভূত লেখক রুশদি তাঁর বই দ্য স্যাটানিক ভার্সেসের জন্য বিতর্কের মুখে পড়েছেন৷ যা পর নিষিদ্ধ করে ইরান সরকার৷ এমনকি তাঁকে বারবার খুনের হুমকি পেতে হয়েছে। দ্য স্যাটানিক ভার্সেস বইটিকে বহু মুসলিম ধর্ম অবমাননাকারী বলে মনে করেন। বিতর্কিত বইটি ১৯৮৮ সালে ইরান সরকার নিষিদ্ধ করে। জারি হয় ফতোয়া।

কিন্তু গতকাল রুশদির উপর হামলার ঘটনায় শিহরিত সকলেই৷ আহত রুশদিকে এয়ার অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ।