Sunday, December 7, 2025
HomeUncategorizedAfghanistan: তালিবান জঙ্গিদের সরকারে আমলে খুন আফগান নারী রাজনীতিক

Afghanistan: তালিবান জঙ্গিদের সরকারে আমলে খুন আফগান নারী রাজনীতিক

- Advertisement -

নারীদের উপর কঠিন ধর্মীয় নিষেধাজ্ঞা জারি করে চলেছে আফগানিস্তানের (Afghanistan) তালিবান জঙ্গি সরকার। এবার গুলি করে খুন করা হলো এক নারী রাজনীতিককে। নিহত মহিলা আফগানিস্তানের প্রাক্তন সাংসদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিগত আফগান সরকারের আমলে দেশটির সাংসদ ছিলেন। নিহতের নাম মুরসাল নবিজাদা (Mursal Nabizada)।

নিহত নবিজাদা ২০১৯ সালে কাবুল থেকে সংসদ প্রতিনিধি হন। তিনি আফগান সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে যুক্ত ছিলেন।

   

আল জাজিরা জানাচ্ছে রাজধানী কাবুলে ওই প্রাক্তন সংসদ সদস্যকে নিজের বাড়িতে গুলি করে খুন করা হয়েছে। তার এক দেহরক্ষীকেও গুলিতে নিহত। জখম হয়েছেন আরও দুজন। আফগান স্থানীয় সময় রবিবার বিকেলে খুন করা হয়।

নিহত নারী রাজনীতিক এক নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন। নিছক লুঠের জন্য খুন নাকি এর পিছনে তালিবান নারী বিদ্দেষ তা স্পষ্ট নয়। তালিবান সরকারের পুলিশ বিস্তারিত জানায়নি।

নিহত মুরসাল নবিজাদা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারে আমলে আফগান সংসদ সদস্য ছিলেন। তালিবান জঙ্গিরা দ্বিতীয়বার দেশটির ক্ষমতা দখলের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন ছিলেন। তাঁর উপর যে কোনওসময় হামলার আশঙ্কা ছিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular