সুপার কাপের আগে সন্দীপকে তোপ দাগলেন ইমামি কর্তা, কি বললেন?

aditya-agarwal

সুপার কাপ ২০২৫ আগে লাল-হলুদ (East Bengal FC) শিবিরে এক অভূতপূর্ব টানাপোড়েনের সৃষ্টি হয়েছে কোচ অস্কার ব্রুজো ও গোলকিপার কোচ সন্দীপ নন্দীর মধ্যে মনোমালিন্যকে কেন্দ্র করে। আশিয়ান জয়ী ফুটবলার হঠাৎ কোচের দায়িত্ব ছেড়ে গোয়া থেকে কলকাতায় ফিরে আসায় জল্পনার পারদ চড়েছিল আগেই। এবার সেই আগুনে ঘি ঢেলেছেন ইমামি কর্তা আদিত্য আগরওয়াল। সরাসরি তোপ দেগে তিনি বলেন, “সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকে, তবে সে আগে বলেনি কেন?” একইসঙ্গে তিনি দাবি করেন, এই ঘটনা দলের উপর কোনও প্রভাব ফেলবে না।

Also Read | সুপার কাপের আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের! পদত্যাগ গোলকিপার কোচের

   

মঙ্গলবার এক ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য আগরওয়াল বলেন, “আমাদের ফুটবলাররা মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী। সন্দীপের এই বিতর্কিত পরিস্থিতি তাদের খেলায় প্রভাব ফেলবে বলে মনে করি না।” তবে মাঠের বাইরের এই টানাপোড়েন যে দলের অন্দরের পরিবেশকে কমবেশি প্রভাবিত করবে, তা মানছেন দলের একাধিক প্রাক্তন ফুটবলার।

Also Read | ঘর বন্ধ করে অনুশীলন করতে পারে ইস্টবেঙ্গল, বিষ্ফোরক সৃঞ্জয়

ইস্টবেঙ্গলের (East Bengal FC) গোলকিপার কোচের পদ থেকে পদত্যাগের পর সন্দীপ নন্দী জানান, “সুপার কাপ হয়ে যাওয়ার পরে যা বলার বলব। এখন ক্লাবের স্বার্থে কিছু বলতে চাই না। আমার শুভেচ্ছা রইল দলের সঙ্গে।” সন্দীপের এই অবস্থানকে কৌশলী ও ধৈর্যশীল বলেই মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা। তবে ক্লাব সমর্থকদের একাংশের তীব্র ট্রোলিং যে তাঁকে ভীষণভাবে আহত করেছে, তা স্পষ্ট তাঁর কথায়। তিনি আরও বলেন, “ফুটবল থেকে সন্ন্যাস নেওয়ার কথাও ভাবছি। ইস্টবেঙ্গলের জন্য নিজেকে নিংড়ে দিয়েছি। ক্লাব আমার রক্তে। অথচ আজকের দিনে সেই সমর্থকরাই আমাকে বিশ্বাস করছে না।”

Also Read | শিল্ড জিতে ফুরফুরে মেজাজে বাগান ব্রিগেড, কবে যাচ্ছে গোয়া?

তিনি সংযোজন করেন, “ভিনদেশি এক কোচের কথাকেই ধ্রুবসত্য ধরা হচ্ছে। দিনের পর দিন আমাকে সন্দেহ করা হয়েছে। কাজ করতে দেওয়া হয়নি স্বাধীনভাবে। এক ভীতিপ্রদ পরিবেশে কাজ করতে বাধ্য হয়েছি।” নিজের অপমানজনক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশের প্রাক্তন এই গোলকিপার। সুপার কাপ শেষে পরিস্থিতি কোনদিকে গড়ায়, তা সময়ই বলবে। তবে একথা বলাই যায়, সন্দীপ বনাম ব্রুজো সংঘাত ইস্টবেঙ্গলের (East Bengal FC) সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article৬,৫০০ টাকার কমে মিলছে ৫G ফোন, Lava Bold N1 5G-এর সম্পর্কে জানুন
Next articleসুপার কাপের জন্য কাদের রেজিস্টার করাল ইস্টবেঙ্গল?
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।