রেমালকে উপেক্ষা করেই সমুদ্র সৈকতে সবান্ধব অহনা !

ahana dutta went to sea beach

ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার থেকে উত্তাল ছিল সমুদ্র, নিষেধাজ্ঞা ছিল সমুদ্র স্নানে। এর মাঝেই সমুদ্রস্নানের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী অহনা দত্ত।

Advertisements

প্রেমিক দীপঙ্করের সাথে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি।’ এই ভিডিয়োতে তাঁকে ছোট স্কার্টের সঙ্গে লাল টপ পরে সমুদ্র সৈকতে দৌড়োতে দেখা যাচ্ছে। আবার একটি ছবিতে তাকে দীপঙ্করকে জড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে। এই ছবিগুলো দেখে অবাক হয়েছে সমাজ মাধ্যম ব্যবহারকারীরা। কেউ আবার তাদের সাবধান ও করেছেন।জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে আলোচনায় আসেন অহনা। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘অনুরাগের ছোঁয়া’, ‘চিনি’তে অভিনয় করেছেন খ্যাতি অর্জন করেন তিনি। রাজ্ চক্রবর্তী পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত একটি ছবিতে কাজ করেছেন অহনা।

   
Advertisements

সমুদ্র সৈকতে যেতে পছন্দ করেন তিন। দীপঙ্করের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচিতি। তারা দুজনে মিলে একটি বাড়ি কিনেছেন বলেও খবর। তবে ওই ছবিগুলো কবে এবং কোন সমুদ্র সৈকতে তোলা, তিনি এবং দীপঙ্কর ঝড়ের দিনেই সমুদ্র সৈকতে গিয়েছিলেন কিনা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।