Arvind Kejriwal: রাবণের মতো কেন্দ্রের অহংকার চুর্ণবিচূর্ণ হয়েছে

কর্নাটক সফরে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।     বৃহস্পতিবার বেঙ্গালুরুতে (Bangalore) এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে…

short-samachar

কর্নাটক সফরে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

   

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে (Bangalore) এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘রাবণের মতো কেন্দ্রীয় সরকারেরও ঔদ্ধত্য ছিল, তারা তিনটি কৃষি আইন পাস করেছিল। সরকারকে অনেক বোঝানো হয়েছিল যাতে কৃষকদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ায়, কিন্তু সরকার রাজি হয়নি। অবশেষে দীর্ঘ ১৩ মাসের লড়াইয়ের কাছে মাথা নোয়াতে হয় কেন্দ্রকে। আমরা কৃষকদের সংগ্রামকে কুর্নিশ জানাচ্ছি।’

আপ-এর জাতীয় আহ্বায়ক বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পরেও কৃষকদের অবস্থা খারাপ। সারা দেশে কৃষকরা আত্মহত্যা করছে। ক্ষুদ্র কৃষক এত দারিদ্রের মধ্যে বাস করে যে কৃষকের ছেলে কৃষক হতে চায় না। দেশের ৪৫ শতাংশ মানুষ কৃষিনির্ভর, এই জনসংখ্যা নির্ধারণ করা গেলে সবচেয়ে বড় সরকারকে উৎখাত করা সম্ভব।’

তিনি বলেন, ‘সরকারি কর্মীদের আমি বলেছি দুর্নীতি বন্ধ করতে, তারা বলেছে, সরকার গঠন করে নিজেই শেষ করে দাও। আমরা নির্বাচনে লড়েছি, প্রথমে দিল্লিতে, তারপর পাঞ্জাবে সরকার গঠন করেছি এবং এখন কর্ণাটকে সরকার গঠন করতে হবে।’