AAP: এবার বারাসতে সংগঠন বিস্তারের পথে ‘ঝাড়ু’

মালদার পর এবার বারাসতে পড়ল আম আদমি পার্টির পোস্টার। জানা গিয়েছে, মালদার পর এবার বারাসতে সংগঠন বাড়াতে পোস্টার পড়েছে দলের। ইতিমধ্যে দলীয় কর্মীদের বারাসতের রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করতে দেখা গিয়েছে।

Advertisements

এদিকে আপকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি শিবির। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, বাংলায় কিছুই করতে পারবে না আম আদমি পার্টি। অন্যদিকে এ বিজেপির রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার বলেন, ‘ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। যে কোনও দল করতে পারে। তবে অন্য রাজ্যে ভোটে জিতে এসে এ রাজ্যে পদযাত্রা করব, এখানে দল তৈরি হয়ে যাবে এটা ভাবলে তাহলে ভুল, এভাবে রাজনৈতিক হয় না। আমি তো কেজরিওয়ালজিকে স্বাগত জানাবো যে তিনি আসুন পশ্চিমবঙ্গে। গ্রামে গঞ্জে যান। দিদিমণির দুধেল গাইদের ধাক্কা খান তাহলেই না বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের রাজনীতি কাকে বলে। এখানে ঝাড়ু দিয়ে হবে না।’

   

AAP: এবার বারাসতে সংগঠন বিস্তারের পথে 'ঝাড়ু'

<

p style=”text-align: justify;”>
অন্যদিকে এ বিষয়ে ফিরহাদ হাকিম জানান, বাংলার মানুষের কৃষ্টি, সংস্কৃতির প্রতি বেশি টান আছে। এর আগে বিজেপি এসছিল এখানে অন্য রকম একটা সংস্কৃতি তৈরি করতে কিন্তু তাঁরা বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে। আপ-এর এখানে কিছুই নেই, কিন্তু যে কোনও রাজনৈতিক দল এখানে এসে কর্মসুচি করতেই পারে। তবে এতে কারর কিছু প্রভাব পড়বে না।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements