Egypt: ভয়াবহ আগুনে ঝলসে গেল ৪১টি প্রাণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ৪১টি তরতাজা প্রাণ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে মিশরে (Egypt)। জানা গিয়েছে, রবিবার মিশরের রাজধানী কায়রোর একটি কপটিক খ্রিস্টান গির্জায় আগুন লেগে ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গির্জার কর্মকর্তারা।

রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয়, শ্রমিক শ্রেণির জেলা ইমবাবার আবু সিফিন গির্জায় অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তার ফেসবুক পেজে ঘোষণা করেন, ‘আমি সব ধরনের রাষ্ট্রীয় সেবাকে সচল করেছি, যাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।’

   
Egypt: ভয়াবহ আগুনে ঝলসে গেল ৪১টি প্রাণ
পুড়ে যাওয়া সেই গির্জার একাংশ

সিসি, মিশরের প্রথম রাষ্ট্রপতি যিনি প্রতি বছর কপটিক ক্রিসমাসের অনুষ্ঠানে যোগ দেন, সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মতো সাংবিধানিক আদালতের প্রধান হিসাবে একজন কপটিক বিচারক নিয়োগ করেছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এর আগে ২০২১ সালের মার্চ মাসে কায়রোর পূর্ব শহরতলির একটি বস্ত্র কারখানায় আগুন লেগে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন