মার্কিন মুলুকে ভয়াবহ হামলা। মুখোশধারী আততায়ীর এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধ। নিউ ইয়র্ক শহরে তীব্র আতঙ্ক। জঙ্গি হামলা নাকি উন্মত্ত কোনও ব্যক্তির হামলা তা নিয়ে চলছে তদন্ত। (New York)
ফক্স নিউজ ও আল জাজিরার খবর, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৩৬তম স্ট্রিটের সাবওয়ে স্টেশনে মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী গ্যাস মাস্ক পরে ছিল। গুলিবিদ্ধ রক্তাক্ত যাত্রীরা স্টেশনের মেঝেতে পড়ে যান।
পরিস্থিতি ভয়াবহ। ব্রুকলিন শহরে তীব্র আতঙ্ক। ওই স্টেশনটিতে ট্রেনের আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। পাওয়া গেছে বিস্ফোরক ডিভাইস।নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের কার্যালয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি।
ব্রুকলিন শহরের সানসেট পার্কের ৩৬ নম্বর মেট্রো স্টেশনে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ব্রুকলিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় তারা উদ্ধার করা হয়।