হিজাব বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে হিংসাত্মক পরিবেশ তৈরি করা ও মার্কিন যুক্তরাষ্ট্র মদতে অভ্যুত্থান ঘটানোর অভিযোগ এনে চরম শাস্তি-মৃত্যুদণ্ড দিতেই অনড় ইরান (Iran) সরকার। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলির দাবি, কমপক্ষে ১০০ জনের ফাঁসির তালিকা তৈরি হয়েছে। তবে আন্দোলনকারীরাও নিজ অবস্থানে অনড়। নরওয়েের একটি মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, ফাঁসি হতে পারে ৫ জন হিজাব বিরোধী ইরানি নারীর।
রিপোর্টে বলা হয়েছে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া হিজাব বিরোধী আন্দোলনকারীদের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। তাদের পরিবারের উপর সরকারি দমন নীতি চলছে। চলতি মাসে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মোহসেন শেখারি ও মাজিদ্রেজা রাহনাভার্ড নামে দুই যুবক হিজাব বিরোধী আন্দোলনে নেমেছিলেন। তাদের বিরুদ্ধে ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
হিজাব ঠিক মতো না পরায় ইরানি-কুর্দিস নারী মাশা আমিনিকে গ্রেফতার ও পরে ধর্মীয় নীতি পুলিশের হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর থেকে দেশটি তীব্র গণ আন্দোলনে সরগরম। ১৯৭৯ সালে যে গণ আন্দোলনে ইরানি রাজতন্ত্র পতন হয়েছিল তার থেকেও চলতি হিজাব বিরোধী বিক্ষোভ আরও জমাট বলেই মনে করা হচ্ছে।