Travel: সবুজ, ধূসর, নীল রঙের ‘লেকারণ্যে’ ঘুরে আসুন

একেবারে যাকে বলে ‘লেকে-লেকারণ্য’। একসঙ্গে বহু মানুষের সমাগমকে যখন লোকে-লোকারণ্য বলা যায়, তখন এক জায়গায় একাধিক লেক-এর সমাবেশকে বোধহয় লেকে-লেকারণ্য বলাই যায়। ক্রোয়েশিয়ার প্লিটভাইস লেকস…

একেবারে যাকে বলে ‘লেকে-লেকারণ্য’। একসঙ্গে বহু মানুষের সমাগমকে যখন লোকে-লোকারণ্য বলা যায়, তখন এক জায়গায় একাধিক লেক-এর সমাবেশকে বোধহয় লেকে-লেকারণ্য বলাই যায়। ক্রোয়েশিয়ার প্লিটভাইস লেকস ন্যাশানাল পার্কে দেখা যায় এমনই এক লেকবাহারি শোভা। ক্রোয়েশিয়ার লাইকা রিজিয়নে একসঙ্গে ১৬ টি লেক নিয়ে এই ন্যাশানাল পার্কটি গঠিত। আল্পস পর্বতমালার অন্তর্গত মালাক্যাপেলা, মেডভেডাক প্রভৃতি পাহাড়ে ঘেরা এই প্লিটভাইস লেকস। সবুজাভ-নীল টলটলে জল বুকে নিয়ে এই ষোলো দিঘির বিস্তার ২৯৬.৮৫ স্কোয়্যার কিলোমিটার বা ৭৩.৩৫০ একর জুড়ে।

প্রত্যেকটি লেক পরস্পরের থেকে পৃথক। ন্যাচারাল ড্যাম-এর সিঁড়ির আকারে নির্মিত পরিখা দিয়ে তৈরি হয়েছে বিভাজনরেখা। অনেকগুলি জলপ্রপাত এসে মিশেছে এই লেকের জলে। এদের মধ্যে সবথেকে উঁচু জলপ্রপাতটি হল ভেলিকি (VeliKi) স্ন্যাপ, যেটি ২৩০ ফুট লম্বা। প্রসক্যানস্কো জেজিরো, সিগিনোভ্যাক, অকরতগলজ্যাক, ব্যাটিনোভ্যাক, ভেলিকো জেজিরো, ম্যালো জেজিরো, ভির, গ্যালোভ্যাক, মিলিনোভা জেজিরো, গ্র্যাডিনস্কো জেজিরো, বাক, কোজজ্যাক, মিলানোভ্যাক, গ্যাভানোভ্যাক, ক্যাল্যুড়ারোভ্যাক, নোভাকোভিকা ব্রড এই ষোলোটি লেক সমাবেশে গঠিত প্লিটভাইস লেকস অঞ্চলটি ঘিরে গঠিত ন্যাশানাল পার্কটি সাউথ-ইস্ট-ইওরোপে অন্যতম প্রাচীন এবং ক্রোয়েশিয়ার সর্ববৃহৎ।

এখানকার লেকগুলি অনেক ছোট ছোট নদী এবং অনেক ভূগর্ভস্থ অন্তসলিলা নদীর সম্মিলিত প্রবাহে তৈরি হয়েছে। প্রত্যেকটি লেকের মধ্যে সংযোগ রয়েছে। ন্যাচারাল ড্যাম এবং পরিখা, যার দ্বারা লেকগুলি বিভক্ত, সেগুলি তৈরি হয়েছে বিভিন্ন মস, অ্যালগি এবং ব্যাকটেরিয়ার ডিপজিট অ্যাকশন দ্বারা। বিশেষত সিঁড়ির মতো ধাপযুক্ত পরিখাগুলি তৈরি হয়েছে জল, বায়ু এবং প্ল্যান্ট-এর সম্মিলিত বিক্রিয়ায়। লেকগুলির জল কালার ভেরিয়েশনের জন্য বিখ্যাত। আশমানি থেকে সবুজ, ধূসর অথবা নীল রঙে ক্রমবিন্যস্ত এই লেক ওয়াটার। এই রঙ আবার ক্রমাগত পরিবর্তনশীল। জলে ধাতুর পরিমাণ, সূর্যালোক কোন অ্যাঙ্গেল থেকে আসছে এসবের ওপর যেমন নির্ভর করে এই রঙ, তেমনই আবহাওয়া এবং বিভিন্ন উচ্চতার ওপরও নির্ভর করে রঙের পরিবর্তন।