WB Madhyamik Result 2025: মাধ্যমিকের প্রথম দশে ৬৬ জন, প্রথম হয়েছেন রায়গঞ্জের অদ্রিত

রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫…

WB 10th Class Results 2025: Live Updates on Madhyamik Exam Results Today at wbresults.nic.in

রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। সাংবাদিক বৈঠক শুরু করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের প্রথম দশে ৬৬ জন, প্রথম হয়েছেন রায়গঞ্জের অদ্রিত সরকার।

Advertisements

এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে, মাধ্যমিকের ফল প্রকাশে বিলম্ব হবে না তো? তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন, যথাসময়েই ফল প্রকাশ হবে মাধ্যমিকের। মধ্যশিক্ষা পর্ষদও একই কথা জানায়। এবছর ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ২০২৪ এবং ২০২৩ সালের চেয়েও কম সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে।