ভেঙে পড়তে পারে ইজরায়েলের অত্যাধুনিক আকাশ সুরক্ষা আয়রন ডোম

শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আকাশেই ধংস করার আয়রন ডোম সুরক্ষা বলয় ভেঙে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস ইজরায়েলে ভয়াবহ হামলা ও গণহত্যা চালিয়েছিল। প্রত্যাঘাতে ইজরায়েলের সেনা হামাসের দখলে…

শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আকাশেই ধংস করার আয়রন ডোম সুরক্ষা বলয় ভেঙে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস ইজরায়েলে ভয়াবহ হামলা ও গণহত্যা চালিয়েছিল। প্রত্যাঘাতে ইজরায়েলের সেনা হামাসের দখলে থাকা প্যালেস্টাইনের অংশ গাজা ভূখণ্ডে গণগত্যা চালাচ্ছে। ইজরায়েল-হামাস সংঘর্ষের বিশ্লেষণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা (US Intelligence) কর্মকর্তাদের সতর্কতা বিখ্যাত আয়রন ডোম বলয় দূর্বল হয়েছে।

হামাসের প্রতি সহানুভূতিশীল লেবাননের হিজবুল্লা গোষ্ঠী। তাদের হামলা চলছে। ইজরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা চরমে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দুর্বল হয়ে পড়তে পারে।

   

ইজরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এমন আশঙ্কার কথা জানান। তারা আরও বলেন, হিজবুল্লাহর বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দুর্বল হয়ে পড়তে পারে বলে ভয় পাচ্ছে ইজরায়েল। যদিও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বেধে গেলে ইজরায়েলকে সমর্থন করবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারত-বাংলাদেশের পারস্পরিক সামরিক সহযোগিতায় জোর, এক ডজন সমঝোতা
 
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজায় অভিযান প্রায় শেষ। এখন লক্ষ্য হিজবুল্লাহ গোষ্ঠী এমনটা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত অক্টোবরে গাজায় অভিযান শুরু হওয়ার পর সংবাদমাধ্যমে প্রথম সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, দক্ষিণ গাজার রাফা শহরে শিগগিরই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইজরায়েল।